‘আর কোনো ছাত্র ও যুবককে প্রাণ দিতে হবে না, এই অবস্থার সৃষ্টি আর কেউ করবেন না’ এমন মন্তব্য করে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঠাকুরগাঁওয়ের দানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত এক মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, কয়েকটি দল চাইছে নির্বাচন যেন না হয়। কিন্তু দেশের মানুষ নির্বাচনের জন্য উদগ্রীব। জনগণ ভোট দিতে চায় এবং ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়।
নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কঠোর অবস্থান জানিয়ে বলেন, ভোটের ব্যাপারে কোনো আপস করা হবে না, জনগণ আপোস করবে না।
তিনি বলেন, “পিআর-টিআর বাদ দিয়ে আসেন। মানুষ যাকে ভোট দেবেন, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যারা সরকার গঠন করবেন, পরে তাদেরকেই এইসব সমস্যা সমাধানের কথা বলতে হবে।”
বিএনপি মহাসচিব আরও বলেন, “আমরা কোনো দলের বিরুদ্ধে কথা বলছি না। আমরা আমাদের কথা বলছি।”
তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি সরকার গঠন করলে ৩১ দফা দাবি বাস্তবায়ন করা হবে। একই সাথে, ফ্যামিলি কার্ড ব্যবস্থা চালু ও শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করারও প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।









