Advertisements
মনোনয়নপত্র জমাদানের আর মাত্র দুই দিন বাকী থাকলেও আসন বন্টন নিয়ে আলোচনা না হওয়ায় ১৪ দলে অস্বস্তি তৈরি হয়েছে। জোট থাকার যৌক্তিকতা নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যে ক্ষুব্ধ শরীক নেতারা বলেছেন, জোট প্রধান শেখ হাসিনার সঙ্গে আলোচনা করলে এর জট খুলবে। এককভাবে নির্বাচন করা কিংবা ভোটে না যাওয়ার বিষয়ও বিবেচনা করছেন তারা।






