ফিফা ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালে পিএসজির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে রিয়াল মাদ্রিদ। ফরাসি জায়ান্টদের বিপক্ষে মাঠে নামা হয়নি রদ্রিগোর পুরো ম্যাচ বেঞ্চে কাটিয়ে দেন ব্রাজিল তারকা। তাতে শঙ্কা জেগেছে রিয়ালে রদ্রিগোর ভবিষৎ নিয়ে। তবে রিয়াল কোচ জাবি আলোন্সো অবশ্য এখনই সিদ্ধান্ত নিচ্ছেন না তাকে নিয়ে। তার আশা, রদ্রিগো দ্রুতই ফর্মে ফিরবে।
পিএসজির কাছে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পর রদ্রিগোকে না খেলানোর কারণ জানান আলোন্সো। বলেছেন, ‘ক্লাব বিশ্বকাপে পুরো টুর্নামেন্টে যেভাবে আমরা খেলেছি তাতে ভিন্ন ভিন্ন খেলোয়াড় প্রয়োজন ছিল। আমরা ভবিষ্যতের কথা চিন্তা করে অদলবদলও কম করেছি।’
রদ্রিগোর ভবিষ্যত নিয়ে আলোন্সো সরাসরি কিছু না বললেও জানালেন, এই গ্রীষ্মের দলবদলের বাজারে রিয়াল মাদ্রিদকে সচল করতে চান তিনি। স্প্যানিশ জায়ান্টদের যা প্রয়োজন তা নিয়ে পথ চলতে প্রতিজ্ঞাবদ্ধ স্প্যানিশ এই কোচ।
এদিকে রদ্রিগোকে দলে নিতে চায় আর্সেনাল, এমন খবর আলোচনায়। গানার্সদের রাডারে রদ্রিগো থাকলেও তার সাথে আলোচনা করে পরিকল্পনা করবেন জাবি। যদিও সঠিক মূল্য পেলে এখনই তাকে বিক্রির জন্য প্রস্তুত রিয়াল মাদ্রিদ। তাতে বলা চলে, সান্তিয়াগো বার্নাব্যুতে প্রায় অনিশ্চিত রদ্রিগোর ভবিষ্যত।









