আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে আছেন দলটির নেতাকর্মীদের অনেকে। সেই তালিকায় আছেন দলটির সাবেক সাংসদ ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগম।
ফেসবুকে সরব থাকলেও ছাত্র-জনতার আন্দোলন যখন গতি পেতে শুরু করে, জুলাইয়ের মাঝামাঝি থেকে ফেসবুকেও আর দেখা যায়নি মমতাজকে। সবশেষ ১৬ জুলাই তিনি পোস্ট করেন। এর প্রায় তিন মাস পর একটি ভিডিও নিয়ে ফেসবুকে ফিরলেন মমতাজ!
সাড়ে চার মিনিটের ওই ভিডিওতে একটি কক্ষে বালিশে হেলান দিয়ে হাতে মোবাইল ফোন নিয়ে গান গাইতে দেখা যায় মমতাজকে। ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে’-গানটি শোনা যায় মমতাজের কণ্ঠে।
তবে ভিডিওটি মমতাজ কোথায় বসে ধারণ করেছেন, সে বিষয়ে কিছু জানাননি। ভিডিও এ পর্যন্ত প্রায় আড়াই মিলিয়ন ভিউ হয়েছে। শেয়ায় হয়েছে ২ হাজারের বেশী, সঙ্গে মন্তব্য এসেছে প্রায় ষোল হাজার!
ভিডিও দেখে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। সোহাগ নামে একজন লিখেছেন, “আপনি এটাই ধরে থাকলে আরও জনপ্রিয় হয়ে সবার হৃদয়ে স্থান নিতে পারতেন।” হাফিজ নামে একজন লিখেছেন, “আপা খুব মিস করছি আপনাকে, অনেক দিন পরে দেখলাম, যেখানে থাকেন ভালো থাকবেন সবসময়, দোয়া আশির্বাদ করি।” সাবরিনা নামের একজন লিখেছেন, ‘গানের মানুষ রাজনীতির সাথে জড়ানোই কাল হলো।”
শাকিল নামে একজন লিখেছেন, “২০১৪ সালে তোমার নির্বাচনী এলাকা সিংগাইরের গোবিন্দল গ্রামে তোমাদের নির্দেশে যে ৪জন নিরস্ত্র নিরঅপরাধ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল সেই মামলার প্রধান আসামি তুমি আর তুমি মনের সুখে গান গাও, গাইতে থাকো যতক্ষণ মনে গাইতে পারো।”
আরেকজন লিখছেন, আপনার ব্যক্তিগত জীবন এবং রাজনৈতিক জীবনের বাইরে একজন শিল্পী হিসেবে আপনার বিশাল গানের ভক্ত আমি।কত শত মুরশিদি, বিচ্ছেদ, বৈঠকি ইত্যাদি গান আপনার গলায় গেয়েছেন। তরিকাপন্থি এমন লোক পাওয়া যাবে না যে আপনার গান শুনে কান্না করেনি গানের মাঝেই বেঁচে থাকবেন যুগ যুগ। আপনার মতো শিল্পী আর হবে না এই বাংলায়।” ইয়াকুব নামের একজন লিখেছেন, “কর্মীদের কে বাংলাদেশে এতিম করে, বিদেশে আরাম আয়েশে থাকেন আপনারা। যারা নিজের সব কিছু দিয়ে এম পি বানিয়েছিলো তাদের খবর নেওয়াটা ও জরুরী। মানুষের ভোটের অধিকার হরণ করে সাংসদ হয়েছিলেন, সেই বিচার করা হবে ইনশাআল্লাহ বাংলার মাটিতে, অপেক্ষা করুণ।”
আত্মগোপনে থাকা আওয়ামী লীগের অনেকের নামে হয়েছে মামলা। এই তালিকায় আছেন সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগম। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://www.channelionline.com/wp-content/uploads/2024/10/momtaj-singer-750x536.jpg)








