জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দিলশান মাদুশঙ্কার হ্যাটট্রিকে নাটকীয় জয় পায় শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে রোডেশিয়ানদের পাত্তাই দেয়নি লঙ্কানরা। পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে স্বাগতিকদের ৫ উইকেটে হারিয়ে ২-০তে সিরিজ নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা।
রোববার হারারেতে টসে জিতে আগে ব্যাটে নামে জিম্বাবুয়ে। নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেটে ২৭৭ রান তোলে তারা। জবাবে নেমে ৫ উইকেটে তিন বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় চারিথ আসালাঙ্কার দল।
রোডেশিয়ানদের দেয়া ২৭৮ রানের লক্ষ্যে নেমে শুরুটা খারাপ হয়নি লঙ্কানদের। উদ্বোধনীতে আসে ৪৮ রান। ১০.৪ ওভারে নুয়ানিদু ফের্নান্দোকে ফেরান ব্রেড ইভান্স। লঙ্কান ওপেনার ২৭ বলে ১৪ রান করেন। ৬৮ রানে দ্বিতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। ৫ রান করে ফিরেন কুশল মেন্ডিস।
সাদিরা সামারাবিক্রমাকে নিয়ে তৃতীয় উইকেটে ৭৮ রান যোগ করেন নিশাঙ্কা। দলীয় ১৪৬ রানে সাদিরা ফিরে যান ৩১ রান করে। পরে চারিথ আসালাঙ্কাকে নিয়ে ৯০ রান যোগ করেন নিশাঙ্কা। দলীয় ২৩৬ রানে নিশাঙ্কা ফিরে যান। ১৬ চারে ১৩৬ বলে ১২২ রান করেন। লঙ্কান ওপেনারের ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি এটি।
জয় থেকে ৬ রান দূরে থাকতে আসালাঙ্কা ফিরে যান। লঙ্কান অধিনায়ক ৬১ বলে ৭১ রান করেন। পরে কামিন্দু মেন্ডিসকে নিয়ে জয় নিশ্চিত করেন জানিথ লিয়ানেগে। কামিন্দু ৫ রানে এবং লিয়ানেগে ১৯ রানে অপরাজিত থাকেন।
জিম্বাবুয়ের হয়ে ব্রেড ইভান্স ও রিচার্ড এনগারাভা দুটি করে উইকেট নেন।
এর আগে ব্যাটে নেমে জিম্বাবুয়ের দুই ওপেনার মিলে স্কোরবোর্ডে যোগ করেন ৫৫ রান। ৯.৪ ওভারে ব্রায়ান বেনেট ২৯ বলে ২১ করে আউট হলে জুটি ভাঙে। দ্বিতীয় উইকেটে বেন কারেন ও ব্রেন্ডন টেইলর মিলে যোগ ৬১ রান। টেইলর ২০ রানে ফিরলে জুটি ভাঙে। ১৫০ রানে কারেন ফিরে যান। ৯৫ বলে ৭৯ রান করেন তিনি।
লঙ্কানদের হয়ে দুশমন্থ চামিরা ৩ উইকেট নেন। আসিথা ফের্নান্দো নেন ২ উইকেট।









