ঈদুল আজহা উপলক্ষে এখন পর্যন্ত নয়টি সিনেমা মুক্তির কথা শোনা যাচ্ছে। এই তালিকায় এবার যুক্ত হলো অভিনেতা নিরবের নতুন ছবি ‘শিরোনাম’।
বুধবার (২২ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির লুক পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির কথা জানান নিরব। তিনি বলেন, ঈদে মুক্তির জন্য অনেকদিন ধরে আমি পরিশ্রম করে ছবিটির কাজ করে যাচ্ছি। যারা হলে গিয়ে ছবি দেখেন তাদের কারও না কারও পছন্দের শিল্পীরা থাকবে।
নিরব ছাড়াও এতে অভিনয় করেছেন নায়িকা ববি, সালাউদ্দিন লাভলু, ওমর সানী, ফারজানা ছবি, দিলরুবা দোয়েল, কচি খন্দকার, শতাব্দী ওয়াদুল প্রমুখ।
চিত্রনায়ক নিরব বলেন, সমসাময়িক গল্প এবং মানুষের জীবনের নানা দিক ও সমস্যা এতে উঠে এসেছে। জীবন ধারণের জন্য ন্যায্য মূল্য, দ্রব্যমূল্যের সমস্যাসহ আমরা সাধারণ মানুষের কথাগুলো বলেছি। ঈদে দর্শক গল্পের ছবি, ভালো মেকিংয়ের ছবি দেখতে চায়। ‘শিরোনাম’ তেমনই এক ছবি।
‘শিরোনাম’ পরিচালনা করছেন অনিক বিশ্বাস। তিনি বলেন, ঈদেই মুক্তি পাচ্ছে ‘শিরোনাম’ এবং সে অনুযায়ী দ্রুতগতিতে কাজ এগিয়ে চলেছে। এটা আমাদের দেশের গল্প। দর্শক যেমন গল্প দেখতে চায়, তেমনই একটি গল্প নিয়ে তৈরি হয়েছে “শিরোনাম”।
শিরোনামের ডিওপি রয়েছে বাংলাদেশের সাইফুল শাহীন ও ভারতের ভেঙ্কটেশ গঙ্গাধারী। গান করেছেন আরিফিন রুমি।









