নাম ঘোষণা করা হয়েছে নতুন ছবি ‘গোলাপ’-এর। একটি আকর্ষণীয় পোস্টারে ছবির নাম প্রকাশ করা হয়। যেখানে দেখা গেল, চিত্রনায়ক নিরবকে। তার লুক দেখে বোঝা যাচ্ছে অ্যাকশন থ্রিলার গল্পকে কেন্দ্র করে নির্মিত হতে যাচ্ছে ‘গোলাপ’।
নিরব অবশ্য জানালেন, এটি হতে যাচ্ছে পলিটিক্যাল থ্রিলার গল্পের ছবি। ফেব্রুয়ারিতে শুরু হবে শুটিং। প্রকাশিত পোস্টারে দেখা যায়, বামে ঝুঁকে বসে আছেন নিরব। একহাত মাথায় ঝুলানো। সেই হাতে পিস্তলের ট্রিগারে আঙুল দিয়ে রেখেছেন। তার চোখের এক্সপ্রেশন যেন ক্ষুধার্ত বাঘ! নিরব জানালেন, গোলাপে তিনি নাম ভূমিকায় অভিনয় করছেন। বললেন, এই গোলাপ সুবাস নয়, রক্ত ছড়াবে…!
‘গোলাপ’ পরিচালনা করছেন সামছুল হুদা। এটি হতে যাচ্ছে নির্মাতার প্রথম ছবি। নিরব বলেন, পরিচালকের সাহস আমাকে মুগ্ধ করেছে। তিনি যখন আমাকে গল্প শোনান আমি বলেছি এটাই লক করেন। এই গল্পে আমি কাজ করবো। আসলে গল্প নিয়ে যখন প্ল্যান করা হয় তখন একাধিকবার ড্রাফট চেঞ্জ করা হয়। কিন্তু গোলাপের গল্প শুরুতে যা শুনেছি সেটাই ফিক্সড।
এদিকে, ফুলের নাম ‘পুষ্পা’ দিয়ে সিনেমা বানিয়ে মাতিয়ে দিয়েছেন ভারতের দক্ষিণী পরিচালক সুকুমার। সাধারণ এ ধরনের নাম নারীদের বেলায় রাখা হয়। কিন্তু এই ছবিতে পুষ্পা নাম নিয়েই পর্দায় হাজির হয়েছেন আল্লু অর্জুন। পরের ইতিহাস সবার জানা। প্রথম কিস্তির পর দ্বিতীয় কিস্তিও বাজিমাত বক্স অফিসে।
প্রায় ৫০০ কোটি রুপিতে নির্মিত হওয়া ‘পুষ্পা ২’ বিশ্বব্যাপী আয় ছাড়িয়ে গেছে এক হাজার ৮০০ কোটি। অনেকে বলছেন, এটি দুই হাজার কোটির ক্লাবে প্রবেশ করবে।
ফুলের নামে যেহেতু নাম পোস্টারেও পুষ্পা ছবির কিছুটা আবহ পাওয়া গেছে। তাহলে কি ভারতীয় পুষ্পার আদলে নির্মিত হচ্ছে ‘গোলাপ’? উত্তরে নির্মাতা বললেন, এখনই সে সম্পর্কে তেমন কিছু বলতে চাই না। শুধু এতটুকু বলতে চাই, সাসপেন্স থ্রিলার গল্পের ছবি হতে যাচ্ছে এটি। কোনো সিনেমার অনুকরণে নয়। মৌলিক গল্পের ছবি হবে ‘গোলাপ’।
ছবির নায়ক নিরব হলেও নায়িকা কে? সংশ্লিষ্টরা জানান, এখনো কিছুই চূড়ান্ত হয়নি, তবে পাকিস্তানি কোনো সুপরিচিত মুখকে গোলাপে নিরবের বিপরীতে নেয়ার চেষ্টা চলছে।









