আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে গড়াতে চলেছে ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ। আসরের দিন কয়েক বাকি থাকতে দেশটিতে নিপাহ ভাইরাস শনাক্ত হয়েছে। তাতে ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে বড় ধরনের শঙ্কা দেখা দিয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গে নতুন একটি স্ট্রেনের নিপাহ ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম। একজন চিকিৎসক ও দুই নার্সসহ পাঁচজন আক্রান্ত হয়েছেন এবং তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সংক্রমণ ঠেকাতে অন্তত ১০০ জনকে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, পরিস্থিতির অবনতি হলে বিশ্বকাপ আয়োজন ব্যাহত হতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিপাহ ভাইরাস শনাক্তা হওয়ার পর থেকে এশিয়ার অনেক দেশে ভারত-ফেরত যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে। অবস্থা বেগতিক হলে ফিরে আসতে পারে কোয়ারেন্টিনের যুগ।
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের সভাপতি ডা. নরেন্দ্র কুমার আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, ১০০ থেকে ২০০ জনের মধ্যে এই রোগ ছড়িয়ে পড়তে পারে। নিপাহ ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই। ফলে ভারতে কোভিড-১৯ এর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাদুড় থেকে ছড়ানো নিপাহ ভাইরাসকে অত্যন্ত প্রাণঘাতী বলে বিবেচনা করা হয়। এ ভাইরাসে মৃত্যুহার অনেক ক্ষেত্রে উচ্চ বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বিভিন্ন সময়ে এর সংক্রমণে মৃত্যুহার ৭৫ শতাংশ পর্যন্ত পৌঁছেছে।
কার্যকর ভ্যাকসিন বা নির্দিষ্ট চিকিৎসা না থাকায় ভাইরাসটি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ রয়েছে। নিপাহ ভাইরাস যদি ভারতে মহামারীর রূপ নেয়, সে ক্ষেত্রে টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।









