রাজধানীর মিরপুরের রূপনগরে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ অবস্থায় আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসীম সাংবাদিকদের জানান, এ ঘটনায় ঘটনাস্থল থেকে নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে সন্ধ্যা সোয়া ৭টায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জন হওয়ার কথা জানায় ফায়ার সার্ভিস।
তিনি জানান, ভবনের ভেতরে বিপুল পরিমাণ কেমিক্যাল মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে । এ ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানান তিনি।
তালহা বিন জসীম আরও বলেন, উদ্ধার হওয়া মরদেহগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে রূপনগরের সাততলা ওই পোশাক কারখানায় আগুনের সূত্রপাত হয়। সেখানে থাকা রাসায়নিক গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক ও হাইড্রোজেন পার–অক্সাইডসহ দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে ঘটনাটি তদন্ত করছে।









