ছোটপর্দায় এই সময়ের সবচেয়ে ব্যস্ততম অভিনেতা নিলয় আলমগীরকে কেউ একজন মন্তব্যে বলেছেন, নাটক করা ছেড়ে দাও। সেই মন্তব্যের জবাবে নিলয় তার ফ্যান পেজে একটি পোস্ট দিয়েছেন।
কারো নাম উল্লেখ না করে কিছুটা বিরক্তির সুরে নিলয় লিখেছেন, আমার নাটক দেখেই আমাকে চেনেন এবং আমার নাটক দেখেই আমার ফ্যান হয়েছেন। এখন আবার আমাকে বলছেন নাটক ছেড়ে দিতে। কিছুই তো বুঝতেছি না।
তিনি লিখেছেন, আমি নাটক ছেড়ে দিলেই কি আপনি নাটক দেখা বন্ধ করবেন? সেটা তো করবেন না। অন্য আরেকজনের নাটক ঠিকই দেখবেন। নাটক যদি এতই খারাপ জিনিস হয় তাহলে সবাই মিলে নাটক দেখা বন্ধ করে দেন। তাহলে নতুন নাটকও হবে না। বল কিন্তু আপনার কোর্টে।
এর আগে বুধবার পরিবারসহ হজ্বে যাওয়ার একটি ছবি পোস্ট করেছিলেন নিলয়। সেখানে জাকির মাহমুদ নামে একজন লিখেছেন, অভিনয়টা ছেড়ে দিও ভাই। উত্তরে নিলয় লেখেন, অভিনয়ের টাকা দিয়েই যাচ্ছি (হজ্বে)।
বাবু আহমেদ নামে আরেকজন লেখেন, সারাজীবন নাটক করবেন আর বছর বছর ওমরাহ হজ্ব করেও এতে কোনো ফয়দা হবেনা। এখনো সময় আছে, তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসেন। এই মন্তব্যের জবাবে নিলয় লেখেন, আমি তো আল্লাহর ঘরের দিকেই যাচ্ছি, আলহামদুলিল্লাহ। এটাই তো আল্লাহর রাস্তা। আপনি কোন রাস্তায় আছেন বলতে পারিনা।
২০০৯ সালে ফেয়ার অ্যান্ড লাভলী সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে শোবিজে পথ চলা শুরু হয় নিলয়ের।
মাসুদ কায়নাত পরিচালিত ‘বেইলি রোড’ চলচ্চিত্র দিয়ে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার সর্বশেষ সিনেমা ‘অল্প অল্প প্রেমের গল্প’ মুক্তি পায় ২০১৪ সালে। এরপর সিনেমায় অভিনয় না করলেও নিয়মিত কাজ করছেন টিভি নাটকে। বর্তমানে ইউটিউব ভিউয়ে সবচেয়ে ব্যস্ততম এই অভিনেতা।









