সিনেমা কিংবা নাটকে প্রায়ই পর্দার সামনের তারকা জুটিকে ঘিরে আলোচনায় মেতে ওঠা হয়। কে কার সঙ্গে কতবার কাজ করেছেন, কোন জুটি বেশি জনপ্রিয়; এসব নিয়ে চলে বিশ্লেষণ। কিন্তু পর্দার পেছনের আসল নায়ক নির্মাতা থাকেন উপেক্ষিত!
এবার সেই নেপথ্যের নায়কদের সামনে আনছেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। তিনি তার ফ্যান পেজ থেকে যেসব নির্মাতাদের নির্দেশনায় সফল ক্যারিয়ার গড়েছেন তাদের অবদানের কথা ধারাবাহিকভাবে তুলে ধরছেন। এর আগে সালাউদ্দিন লাভলু এবং মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে তার অভিনীত নাটকগুলো তুলে ধরেছিলেন। এবার প্রকাশ করলেন নির্মাতা মহিন খানকে।
নিলয় আলমগীর ও তার টিম মনে করে, একজন অভিনেতার ক্যারিয়ারে নির্মাতার ভূমিকাই হয়ে ওঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বলেন, এই বাস্তবতাকে সামনে রেখেই আমরা শুরু করছি একটি বিশেষ ফিচার সিরিজ “অভিনেতা-নির্মাতা জুটি”।
যেখানে আলোচনায় আসবেন সেই সব নির্মাতা, যারা নিলয় আলমগীরের সঙ্গে একাধিক নাটকে কাজ করেছেন। প্রতিটি পর্বে তুলে ধরার চেষ্টা করবো নিলয় আলমগীর ও সংশ্লিষ্ট নির্মাতার একসঙ্গে করা নাটকগুলোর তালিকা। নাটকের ইউটিউব ভিউ সংখ্যা, মোট ভিউয়ের পরিমাণ, মুক্তির অপেক্ষায় থাকা কাজের নাম, দর্শক প্রতিক্রিয়া ও গ্রহণযোগ্যতা, কোন কাজগুলো বেশি আলোচিত বা জনপ্রিয় হয়েছে ইত্যাদি বিষয়।
নিলয় আলমগীর জানান, এই ব্যতিক্রমী প্রয়াসের মাধ্যমে আমরা অভিনেতা ও নির্মাতার সম্মিলিত সাফল্যকে সামনে আনতে চাই। এই সিরিজের তৃতীয় পর্বে আমরা জানবো নিলয় আলমগীর ও মহিন খান জুটির কাজগুলো সম্পর্কে।
নিলয় আলমগীর ও মহিন খান সময়ের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় জুটি। একসাথে দর্শকদের উপহার দিয়েছেন অনেকগুলো জনপ্রিয় নাটক।
নিলয় আলমগীর ও মহিন খান জুটির প্রথম কাজ “এক্স যখন শালী”। প্রথম নাটকই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। পরবর্তীতে এটির সিক্যুয়েল নির্মাণ করে সেটিও কোটি ভিউস অর্জন করে। এই জুটি মোট ৪৭টি একক নাটকে কাজ করেছেন।
সবগুলো নাটকের মোট ভিউস ৯৩ কোটি ৪৯ লাখের বেশি। সেইসঙ্গে প্রতি নাটকের গড় ভিউস ১ কোটি ৯৮ লাখ! এই জুটির সবচেয়ে জনপ্রিয় নাটক: “শ্বশুরবাড়িতে ঈদ”। মুক্তির অপেক্ষায় আছে: আমরা সুখী, মিথ্যাবাদী, ঘরছাড়া, খাঁটি প্রেমিক, স্বামীর মন।
পরিসংখ্যান দেখার পর আর কাউকে বলার অপেক্ষা রাখে না এই জুটি কতোটা সফল। ৪৭ টা নাটকের মধ্যে ৪০ টাই কোটি ভিউস অর্জন মুখের কথা না। প্রতি নাটক গড়ে প্রায় ২ কোটি মানুষ দেখেছে। তাদের দখলে রয়েছে বাংলা নাটকের ইতিহাসে সর্বোচ্চ ভিউস হওয়া নাটক “শ্বশুরবাড়িতে ঈদ”।
বাংলা নাটক ইতিহাসের মাত্র ১০টি নাটক ৪ কোটি ভিউস অতিক্রম করতে পেরেছে তার মধ্যে এই জুটিরই আছে ৪টি নাটক! এমন আরো অনেকগুলো রেকর্ড রয়েছে এই জুটির। সেগুলো উল্লেখ করা হলো না।
শীঘ্রই এই জুটির সকল রেকর্ড নিয়েই একটা পোস্ট করা হবে। নিলয় আলমগীর তার ক্যারিয়ারে যে কয়জন নির্মাতার সাথে কাজ করেছে ভিউ বিবেচনায় মহিন খানই সবচেয়ে সফল।
ফেসবুক পোস্টে নিলয় লেখেন, মহিন খান তার ক্যারিয়ারে যতো অভিনেতার কাছে কাজ করেছেন কেউই নিলয় আলমগীরের ধারে কাছে নেই। দর্শকরা যখন দেখে নিলয় আলমগীর অভিনেতা ও মহিন খান নির্মাতা তারা বিনোদনের জন্য সেই নাটক লুফে নেই। এ যেন নিয়মই হয়ে গেছে তাদের নাটক মানেই মিলিয়ন মিলিয়ন ভিউস!
আমরা আশা করবো নিলয় আলমগীর ও মহিন খান জুটি দর্শকদের এই ভালোবাসার বিনিময়ে আরো সুন্দর সুন্দর নাটক আমাদের উপহার দেবেন এবং রেকর্ড গড়বেন।
নিলয় আলমগীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মহিন খান বলেন, নিলয় ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ। যখন নির্মাণ ক্যারিয়ার শুরু করেছিলাম অনেক আর্টিস্ট আমাকে ট্র্যাস্ট করে শিডিউল দেয়নি। কিন্তু নিলয় ভাই আমাকে বিশ্বাস করেছেন। তার সাথে কাজ করে নির্মাতা হিসেবে আমার ক্যারিয়ারের মোড় ঘুরে যায়। সাফল্য আসে। সবার কাছে দোয়া চাই, যেন সামনে আরও ভালো ভালো দর্শকদের উপহার দিতে পারি।









