নিজ এলাকায় সাতদিনের জন্য কমিশনারের দায়িত্ব নিয়েছেন নিলয় আলমগীর। এই কদিনের মধ্যে তিনি উন্নয়ন করে নিজ এলাকার চেহারা পাল্টে দেবেন বলে ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন!
যদিও ঘটনাটি বাস্তবে নয়, বরং এমন গল্প দেখা যাবে নতুন নাটক ‘সাতদিনের কমিশনার’-এ।
সজীব খানের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় এ নাটকটি নির্মিত হয়েছে। যেখানে আরও অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, মাসুম বাসার, রেশমা আহমেদ, জাহিদ ইসলাম, জুলফিকার চঞ্চল, জাবেদ গাজী প্রমুখ।
গল্পে দেখা যাবে, বিভিন্ন সমস্যায় জর্জরিত একটি এলাকা। এর মূল কারণ ওয়ার্ড কমিশনারের গাফিলতি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং থেকে সবকিছুতে বাসিন্দাদের জীবন বিপর্যস্ত হয়ে ওঠে।
নাটকীয়তার এক পর্যায়ে দায়িত্বে থাকা কমিশনারকে চ্যালেঞ্জ দিয়ে নিলয় নতুন কমিশনারের দায়িত্ব নেন। এরপরের ঘটনাটি অন্যরকম। ঘটতে থাকে নানান ঘটনা।
নির্মাতা সজীব খানের ভাষ্য, এমন ঘটনা আমাদের চারপাশের। তিনি বলেন, চারপাশকে বদলাতে গেলে দরকার শুধু নিজেদের ইচ্ছে শক্তির। দরকার সবার সম্মিলিত ভাবনা ও বাস্তবায়ন। এমন পজিটিভ বার্তা দেবে এই নাটক। আমার বিশ্বাস, দর্শকরা নাটকটি দেখলে পাশের অনেককিছু পড়ে বদলে ফেলার ইচ্ছা শক্তি পাবেন।
যশোর উপশহরের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। ১২ নভেম্বর বিকেলে ‘সাতদিনের কমিশনার’ ইউটিউবে উন্মুক্ত হবে বলে জানান নির্মাতা।









