প্রথমবারের মত ভারতের মাটিতে স্টেজ পারফর্ম করলেন হলিউডের জনপ্রিয় পপ তারকা ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস। সঙ্গে ছিলেন তার দুই ভাই কেভিন জোনাস ও জো জোনাসও।
মূলত মুম্বাইয়ে শুরু হয়েছে ‘লোলাপালুজা’র দ্বিতীয় সংস্করণের অনুষ্ঠান। যেটি শনিবার (২৭ জানুয়ারি) থেকে শুরু হয়ে আজ ২৮ জানুয়ারি শেষ হবে। সেই অনুষ্ঠানেই শনিবার রাতে গান গেয়ে দর্শক মাতালেন ‘জোনাস ব্রাদার্স’।
জানা গেছে, শুক্রবার (২৬ জানুয়ারি) রাতেই মুম্বাইয়ে এসে পৌঁছান নিক, কেভিন ও জো। ভারতীয় শ্রোতা ও অনুরাগীদের সামনে পারফর্ম করার জন্য যেন মুখিয়ে ছিলেন নিক। যা তার পারফরমেন্স থেকেই বোঝা গেছে।
এদিন ফ্লোরাল সুতি শার্ট ও বেইজ রংয়ের প্যান্ট পরে নিক ‘মান মেরি জান এক্স আফটারলাইফ’ গানটি গেয়েছেন। যে গানটি গত বছর তিনি ভারতীয় শিল্পী কিংয়ের সঙ্গে রেকর্ড করেছিলেন। মঞ্চে কিংয়ের সাথে নিক নাচতে নাচতে দর্শকদের জন্য গান গাইছিলেন। যা দেখে উচ্ছ্বাসের বন্যা বইয়ে যাচ্ছিলো দর্শকদের মাঝে। এমনি বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী হওয়ায় অধিকাংশ দর্শক তাকে (জিজু) দুলাভাই সম্বোধন করেন।
তবে নিকের ভারত সফরে এবার দেখা মেলেনি তার স্ত্রী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের। পেশাগত দিক থেকে নিক জনপ্রিয় পপ তারকা হলেও ভারতীয়দের কাছে নিকের পরিচিতি ‘প্রিয়াঙ্কার স্বামী’ হিসেবেই।
২০১৮ সালে রাজস্থানে প্রিয়াঙ্কার সঙ্গে গাঁটছড়া বাঁধেন নিক। হিন্দু রীতিতে সব আচার মেনে বিয়ে করার পরে খ্রিষ্টীয় মতে ‘হোয়াইট ওয়েডিং’ও সেরেছিলেন নিক ও প্রিয়াঙ্কা। হিন্দু রীতিতে বিয়ে করার আগে গায়ে হলুদ, মেহেন্দি, সঙ্গীত সব অনুষ্ঠানেই অংশগ্রহণ করেছিলেন প্রিয়াঙ্কা ও নিকের পরিজন ও বন্ধুবান্ধব।
সূত্র: পিঙ্কভিলা







