অহরহ চোটে পড়া নেইমার আবারও চোটে পড়ে শিরোনামে ছিলেন। মৌসুমে চতুর্থবার চোটে পড়েছেন বলে খবর আসে। ব্রাজিলিয়ান গণমাধ্যম বলছিল, তারকা ফরোয়ার্ডকে এবছরের কোন ম্যাচে পাবে না সান্তোস ও ব্রাজিল। এতসব আলোচনা ছাপিয়ে সান্তোসের অনুশীলনে যোগ দিয়েছেন নেইমার।
সান্তোসের হয়ে নেইমার সপ্তাহখানেক আগে সবশেষ ম্যাচে নেমেছিলেন। ব্রাজিলিয়ান সিরি আ’তে মিরাসোলের বিপক্ষে হাঁটুর মেনিস্কাসে আঘাত পান সেদিন। আগের তিন চোট ছিল হ্যামস্ট্রিংয়ে। যাতে দুশ্চিন্তা জাগে সান্তোসের চলতি মৌসুমে বাকি তিন ম্যাচে তাকে পাওয়া যাবে না, এমনকি ব্রাজিল দলেও। সবকিছু একপাশে ঠেলে বৃহস্পতিবার সান্তোসের অনুশীলনে দেখা গেছে নেইমারকে।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সান্তোস একটি ভিডিও পোস্ট করেছে। দেখা যাচ্ছে, সতীর্থদের সঙ্গে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন নেইমার। কিন্তু বোঝা যাচ্ছে হাঁটুর চোট তাকে অস্বস্তিতেও ফেলেছে।
নেইমারের মেডিকেল রিপোর্টে এসেছে, হাঁটুর অস্ত্রোপচার দরকার হলে তা প্রভাব ফেলবে। দীর্ঘসময় খেলা কিংবা অনুশীলন বিপত্তি বাধবে।
সান্তোস ব্রাজিলের সিরি আ’তে ২০২৫-২৬ মৌসুমে বাজে সময় পার করছে। অবনমন অঞ্চলে অবস্থান। ৩৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলে ১৭তে। মৌসুমের তিন ম্যাচ বাকি। যেখানে ৩০ দলের মধ্যে ৪ দল হবে অবনমিত।
জাতীয় দলেও শঙ্কা জেগেছে নেইমারের চোট ঘিরে। ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিতে তাকে ধারাবাহিক চোট থেকে বেরিয়ে আসতে হবে।









