ফেব্রুয়ারি মাসে গোড়ালির ইনজুরির কারণে মাঠের বাইরে চলে যান ব্রাজিলিয়ান তারকা নেইমার। এরপর কেটে যায় লম্বা সময়। প্রায় পাঁচ মাস পর মাঠে ফিরেছেন পিএসজি ফরোয়ার্ড। ফিরেই দেখিয়েছেন ঝলক। নিজে জোড়া গোল করার পাশাপাশি করিয়েছেন আরেকটি। তার নৈপুন্যে সাউথ কোরিয়ার ক্লাব জেওনবাককে হারিয়েছে পিএসজি।
মৌসুম পূর্ব প্রস্তুতিতে বুহস্পতিবার জেওনবাকের বিপক্ষে খেলছে পিএসজি। ম্যাচে স্বাগতিকদের ৩-০ গোলে হারায় ফরাসি জায়ান্টরা। নেইমারের জোড়া গোলের পাশাপাশি অন্য গোলটি করেছেন মার্কো অ্যাসেনসিও।
এদিন ম্যাচের শুরু থেকেই একাদশে ছিলেন নেইমার। ৪০ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন তিনি। লিড ধরে রেখেই প্রথমার্ধ শেষ করে প্যারিসের ক্লাবটি।
৮৩ মিনিটে ফ্যাবিয়ান রুইজের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন নেইমার। পিএসজি এগিয়ে যায় ২-০ গোলে। ৫ মিনিট পর অ্যাসেনসিওকে দিয়ে দলের তৃতীয় গোলটি করান ব্রাজিলিয়ান তারকা। পরে ৩-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ফরাসি ক্লাবটি।







