প্যারিস সেইন্ট জার্মেইনে লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কাইলিয়ান এমবাপের দারুণ এক ত্রয়ী জুটিকে দেখা গেছে। নেইমার আগে যোগ দেয়ার পর বার্সা ছেড়ে মেসিও সেখানে যান। সাবেক সতীর্থকে পেয়ে নেইমার উচ্ছ্বসিত থাকলেও ফরাসি অধিনায়ক এমবাপে কিছুটা ঈর্ষান্বিত ছিলেন, বলছেন নেইমার।
ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোমারিও প্রশ্ন করেন এমবাপে বিরক্তিকর কিনা? নেইমার বলেছেন, ‘না, বিরক্তিকর নয়। তার সাথে আমার অনেক ঘটনা আছে, কিছু ঝামেলাও আছে। কিন্তু সে আমাদের প্রধান। আমি তাকে গোল্ডেন বয় হিসেবে ডাকতাম।’
‘সবসময় তার সাথে খেলতাম, সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হতে চলেছে। তাকে সাহায্য করতাম, কথা বলতাম, সে আমার বাসায় আসলে একসাথে খাবার খেতাম। তার সাথে আমার কয়েক বছরের বন্ধুত্ব ছিল। তবে মেসি আসার পর সে কিছুটা ঈর্ষান্বিত ছিল। আমার সাথে তার বন্ধুত্বটা সে ভাগ করতে চায়নি। এরপর কিছু ঝগড়া হয় এবং আচরণে পরিবর্তন আসে।’
এরপর খেলোয়াড়দের ইগো নিয়ে নেইমার বলেন, ‘ইগো থাকা ভালো, কিন্তু জানেন, মাঠে একা খেলা সম্ভব নয়। আপনার পাশে আরেকজন প্রয়োজন। সবার মধ্যে বড় ধরনের ইগো কাজ করত সবসময়, যার জন্য আমাদের কাজ হতো না। যদি কেউ না দৌড়ায় এবং সাহায্য না করে, কোনকিছু জেতা প্রায় অসম্ভব।’
বৃহস্পতিবার আল হিলালে নেইমারের ম্যানেজার জর্জে জেসুস নিশ্চিত করেছেন, নেইমার ভবিষ্যৎ ঠিক করতে সিদ্ধান্ত নিতে পারেন। কারণ সৌদি প্রো লিগে মৌসুমের পরবর্তী সময়ের জন্য তাকে আর নিবন্ধন করা হচ্ছে না। এ মৌসুমে নেইমারের সাথে শেষ হচ্ছে আল হিলালের চুক্তি।









