চোট নিয়েই ব্রাজিলের সিরি আ’তে জুভেন্তিদের বিপক্ষে নেমে হ্যাটট্রিক করেছিলেন নেইমার। তাতে অবনমন থেকে বাঁচিয়েছিলেন শৈশবের ক্লাব সান্তোসকে। লিগে শেষ ম্যাচেও নেমেছিলেন চোট সঙ্গী করে। গোল না পেলেও সান্তোসের জয় দেখেছেন। লিগ শেষ, এখন পুরোপুরি সেরে ওঠার পালা। জানালেন হাটুঁর অস্ত্রোপচার লাগবে।
ঘরের মাঠে রোববার রাতে ক্রুজেরিওকে ৩-০ ব্যবধানে হারিয়েছে সান্তোস। টেবিলে তিনে থাকা ক্রুজেরিওর বিপক্ষে জয় তুলে ১২তম স্থানে থেকে চলতি মৌসুমের ইতি টেনেছে ক্লাবটি। জোড়া গোল করেছেন অ্যাটাকিং মিডফিল্ডার থাচিয়ানো।
কিংবদন্তি পেলে ও নেইমারের ক্লাবটি চলতি মৌসুমে অবনমিত হলে ইতিহাসে দ্বিতীয়বার এমন ঘটত। পেলের মৃত্যুর একবছরের কাছাকাছি সময়ে ২০২৩ সালে সান্তোস ব্রাজিলের শীর্ষ লিগ থেকে অবনমিত হয়েছিল। একই বছর নেইমার এসিএল চোটে পড়ে ৩৪০ দিন ছিলেন মাঠের বাইরে।
সৌদি ক্লাব আল-হিলাল থেকে সান্তোসে আসেন নেইমার, এ বছরের জানুয়ারিতে। এরমধ্যে পাঁচবার হয়েছেন চোটের শিকার। সর্বশেষ পাওয়া বাঁ প-পায়ের হাটুঁর চোট নিয়ে মৌসুম শেষ করা নেইমার এবার যাবেন অস্ত্রোপচারে।
ক্রুজেরিও বিপক্ষে ম্যাচের ২৬ ও ২৮তম মিনিটে থাচিয়ানো ২-০ ব্যবধানে এগিয়ে দেন সান্তোসকে। জোয়াও শিডমেট ৬০ মিনিটে করেন তৃতীয় গোলটি। ম্যাচ শেষে নেইমার বলেছেন, ‘দলের খারাপ অবস্থার জন্যই খেলেছি। চেষ্টা করেছি যথাসম্ভব দলকে সাহায্য করার। কঠিন সময় যাবে চোট থেকে ফেরত আসতে। যদিও বিশ্রাম নিয়েই অস্ত্রোপচারে যাবো।’
চলতি মৌসুমে লিগের ৩৮ ম্যাচের মধ্যে সান্তোসের হয়ে নেইমার খেলেছেন ১৯টিতে। গোল করেছেন আটটি। লিগের সব ম্যাচ শেষে ৪৭ পয়েন্টে ১২তম স্থানে থেকে মৌসুম শেষ করেছেন নেইমাররা।









