কন্যা সন্তান” প্রতিটি বাবার জন্য একেকজন রাজকন্যা। যে কোন রাজ্য, হোক সেটা নিজের একান্ত ব্যক্তিগত রাজ্য কিংবা বিশাল সাম্রাজ্য। এক জন কন্যা সন্তান ছাড়া প্রতিটা রাজ্যই বাবা’দের কাছে অসম্পুর্ণ। ফুটবল রাজ্যের কিংবদন্তি কিংবা রাজাদের মধ্যের এক রাজা নেইমারের সান্রাজ্য জুড়ে এবার এলো এক কন্যা সন্তান। বাবা হওয়ার বিষয়টি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করেছেন তিনি।
৭ অক্টোবর বান্ধবী বিয়ানকার্দির সঙ্গে মেয়েসহ একটি ছবি পোস্ট করেন।






