ব্রাজিলের হয়ে নেইমার মাঠে নামেননি ২০২৩ সাল থেকে। সেলেসাওরা ২০২৬ বিশ্বকাপে জায়গাও করে নিয়েছে আগেই। বাছাইয়ে বাকি দুম্যাচে নামছে, শুক্রবার ভোরে মুখোমুখি হবে চিলির। দলে নেই সান্তোস তারকা নেইমার। যিনি অকপটে বলেছেন, চোট সমস্যায় ভুগছেন না। তাকে বাদ দেয়ার কারণ ভিন্নকিছু। কোচের ডাকের অপেক্ষায় আছেন।
এদিকে ব্রাজিলের ইতালীয় কোচ কার্লো আনচেলত্তি জানাচ্ছেন, নেইমারের ব্যাপারে আসলে অনেকগুলো কারিগরি বিষয়ের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সেলেসাওদের হয়ে নেইমারকে শেষবার দেখা গিয়েছিল ১৮ অক্টোবর ২০২৩ সালে। সামনেই বিশ্বকাপ। আনচেলত্তি বলছেন, ‘কেউ আসলে প্রশ্ন তুলতে পারবে না নেইমারের কারিগরি দক্ষতা নিয়ে। আমরা আসলে প্রতিনিয়ত প্রতিসময় নজরে রেখেছি খেলোয়াড়দের শারীরিক সুস্থতা। নেইমারের ক্ষেত্রেও একই। আমরা মানের ক্ষেত্রেও নজর রেখেছি। শতভাগ ফিট থেকেই দলের জন্য খেলতে হবে।’
আনচেলত্তির রাডারে বিশ্বকাপের জন্য ৭০ জন ফুটবলার আছে। অনেককিছুর বিবেচনায় বিশ্বকাপের দল সাজাবেন তিনি। সান্তোসে ফেরার পর নেইমার ২০ ম্যাচ খেলে ৬ গোল করেছেন।









