গত রোববার ব্রাজিলিয়ান সিরি আ’তে ভাস্কো দা গামার বিপক্ষে ৬-০ গোলে হারের পর মাঠে কাঁদতে শুরু করেন নেইমার। এমনিতে হাফডজন গোল হজমের পর সান্তোস সমর্থকদের মন খারাপ ছিল। এরমধ্যে ব্রাজিলীয় তারকার শিশুসুলভ কান্নায় ক্ষুব্ধ হন ভক্ত-সমর্থকরা।
সেই ক্ষোভে মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে ক্লাবটির পার্কিং গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন ভক্ত-সমর্থকরা, আগুন জ্বালানোর পাশাপাশি সান্তোসের ম্যানেজমেন্ট ও স্কোয়াডের প্রতি চিৎকার-চেঁচামেচি করতে করতে ক্লাবের অনুশীলন মাঠে ঢুকে পড়েন তারা।
এসময় স্লোগান ওঠে- ‘সান্তোসকে সম্মান করো, বিশ্বের সেরা দল’, ‘লজ্জা, লজ্জাহীন একটা দল’ ও ‘মার্সেলো তিসেইরা (ক্লাব সভাপতি), তুমি দলটা নিয়ে মজা করছ।’
সমর্থকদের এক নেতা নেইমারকে নিয়ে বলেছেন, ‘তুমি এই দলের সেরা তারকা, বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তুমি যদি কাঁদো, তাহলে বাকিদের অবস্থা কী হবে। সমর্থকদের সঙ্গে তর্কে জড়ালে অন্যরাও সেটাই করবে। ৫৫ হাজার দর্শকের সামনে এমন খেলাকে আমরা অপমান হিসেবে দেখছি। তোমাদের এই পারফরম্যান্স আমাদের সঙ্গে মশকরা ছাড়া আর কিছু নয়। বাস্তবতা হল, এটা তোমাদের গালে চপেটাঘাত।’
ব্রাজিলিয়ান সিরি আ টেবিলে ১৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ২০ দলের মধ্যে ১৫তম সান্তোস। মৌসুমে কেবল ৬ ম্যাচে জয় পেয়েছে ক্লাবটি। নেইমারের মতো তারকা থাকতেও দলের এ হাল মানতে পারছে না সমর্থকগোষ্ঠী। রোববার ফন্তে নভায় তাদের প্রতিপক্ষ বাহিয়া।









