সৌদি প্রো লিগের দল আল হিলাল থেকে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। আগামী সপ্তাহে শেষ হয়ে যাওয়ার কথা তার চুক্তি। এজন্য আরও ছয় মাসের চুক্তি বাড়িয়েছেন ৩৩ বর্ষী নেইমার। স্বদেশের ক্লাবটিতে থাকবেন আগমী ডিসেম্বর পর্যন্ত।
নেইমার এবং সান্তোস উভয় পক্ষই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। এবছরের জানুয়ারির শেষদিকে সান্তোসে ফিরেছিলেন নেইমার। যদিও সান্তোসে আসার পর থেকে চোটের কারণে মাঠে নিয়মিত হতে পারেননি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে চুক্তির কথা জানিয়ে নেইমার লিখেছেন, ‘সান্তোসের সাথে চুক্তি বৃদ্ধি করেছি। আমি গিয়েছিলাম, ফিরে এসেছি এবং সবকিছু যেখানে শুরু হয়েছিল যেখানে এর শেষ হবে না সেখানেই থাকছি।’
আল হিলাল থেকে ফিরে ১২ ম্যাচ খেলেছেন সান্তোসের হয়ে, ৩ গোল করার পাশাপাশি ৩টি অ্যাসিস্ট করেছেন নেইমার। সান্তোসে প্রথমবারের ক্যারিয়ারে ২২৫ ম্যাচে ১৩৮ গোল করেছিলেন তিনি।









