চোটের কারণে এবারের কোপা আমেরিকায় নেই নেইমার জুনিয়র। তারকা ফরোয়ার্ডের কোপাতে না থাকা ব্রাজিলের জন্য দুঃখজনক, বলেছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।
বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৬টায় লাতিন আমেরিকা মহাদেশের শ্রেষ্ঠত্বের আসরে উদ্বোধনী ম্যাচে কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা। নামার আগে আর্জেন্টাইন সাংবাদিক মার্সেলো তিনেল্লিকে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন মেসি। কোপায় নেইমারের না থাকার বিষয়ে সেখানে বলেছেন এমনভাবে।
‘নেইমারের না থাকা ব্রাজিলের জন্য দুঃখজনক। ওদের অনেক খেলোয়াড় আছে। তারা সবসময় নতুনদের নিয়ে এসেছে। নেইমার খুব কঠিন একটি বছর পার করছে। সে এখানে খেলতে আসতে পারেনি। তবে তাকে ছাড়াও ব্রাজিল খুবই শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল।’









