গত মৌসুম থেকেই একজন লেফট উইঙ্গার খুঁজছে বার্সেলোনা। গতবছর নিকো উইলিয়ামসকে পেতে চেয়েছিল ক্লাবটি। কাতালান ক্লাবটির পছন্দের তালিকায় ছিলেন লুইস দিয়াজ ও নেইমার। আপাতত নেইমারকে ফেরানোর কথা ভাবছে না লা লিগা চ্যাম্পিয়ন দলটি।
নেইমারকে বার্সেলোনায় ফেরাতে আগ্রহী ছিলেন ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। নেইমার এবং তার এজেন্টের সঙ্গে কথা বলেছেন বার্সা প্রেসিডেন্ট। স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো বলছে, আপাতত তা আর এগোচ্ছে না।
মূলত নেইমারের ফিটনেস ও সাম্প্রতিক ফর্মের কথা ভেবে আগানোর চিন্তা করছে না বার্সালোনা। গত জানুয়ারিতে সান্তোসে ফিরেছেন নেইমার। সেখানে এপর্যন্ত ১১ ম্যাচে তিনটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন ব্রাজিলিয়ান তারকা। খেলতে পারেননি ৯টি ম্যাচে।
লাপোর্তার পাশাপাশি রাফিনহা ও লামিন ইয়ামাল সতীর্থ হিসেবে কাতালান ক্লাবটিতে চেয়েছিলেন নেইমারকে। বার্সা কোচ হ্যান্সি ফ্লিক মনে করছেন, এই পজিশনে তাদের সাথে খাপ খাওয়াতে নেইমার ভালো পছন্দ নন।








