নেইমার এখন আল হিলালের। ক্লাবটির ভিডিও বার্তায় ব্রাজিলিয়ান তারকা বলেছেন- ‘আমি সৌদি আরবে আছি। আমি আল হিলালি।’ চুক্তির সবকিছু ঠিকঠাক ঘটার পর এখন প্রো লিগে অভিষেকের অপেক্ষা। খুব বেশি অপেক্ষাও করতে হবে না! শিগগিরই সৌদি ক্লাবটির জার্সিতে অভিষেক হতে চলেছে তারকা ফরোয়ার্ডের।
সৌদি প্রো লিগের লড়াইয়ে চলতি মৌসুমের দ্বিতীয় ম্যাচে আল ফেইহার বিপক্ষে দেখা যেতে পারে নেইমারকে। ১৯ আগস্ট বাংলাদেশ সময় রাত ১২টায় আল হিলালের ঘরের মাঠ কিং ফাহাদ স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি।
প্রো লিগের নতুন মৌসুমে জয় দিয়ে শুরু করেছে আল হিলাল। প্রথম ম্যাচে আবহাকে ৩-১ গোলে হারিয়েছে নেইমারের নতুন ক্লাব। ২০২২-২৩ মৌসুম তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করেছিল তারা।
সৌদি ক্লাবটিতে সতীর্থ হিসেবে দুই স্বদেশীকে পাচ্ছেন নেইমার। ম্যালকম ফিলিপ ডে সিলভা ও মাইকেল রিচার্ড। দুজনেই আক্রমণভাগে খেলেন। ক্লাবটিতে রয়েছেন মালির ফরোয়ার্ড মূসা মারেগা, সার্বিয়ান মিডফিল্ডার মিলিনকোভিচ-সাভিচ, পর্তুগিজ মিডফিল্ডার রুবেন ডিয়েগো, সেনেগাল ডিফেন্ডার কালিদু কৌলিবালি।
সৌদি আরবের তারকা ফরোয়ার্ড সালেম আল দাওসারি ও বিশ্বকাপে চমক দেখানো গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইসও রয়েছেন নেইমারের দলে।
আল হিলালে নতুন ইতিহাস গড়তে চলেছেন নেইমার। বলেছেন, ‘ইউরোপে অনেককিছু অর্জন করেছি, দারুণকিছু মুহূর্ত উপভোগ করেছি। তবে সর্বদাই একজন বিশ্বমানের খেলোয়াড় হতে চেয়েছি, নতুন চ্যালেঞ্জের সামনে নিজেকে পরীক্ষা করতে চেয়েছি। আমি নতুন ইতিহাস লেখার জন্যই সৌদিতে এসেছি। প্রো লিগ কম শক্তিশালী নয়, সেখানে দারুণসব ফুটবলার খেলছেন।’
বুধবার আল হিলাল ও পিএসজি নেইমারের সৌদি আরবে যাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়। ৯০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে সেলেসাও ফরোয়ার্ডকে দলে টেনেছে আল হিলাল। নেইমারের বেতনের বিষয়ে দুপক্ষ এখনও কিছু জানায়নি। ইউরোপীয় গণমাধ্যমে খবর, দুবছরে ১৬০ মিলিয়ন ইউরো পাবেন নেইমার। সঙ্গে আরও সুযোগ-সুবিধা তো আছেই।
২০১৭-১৮ মৌসুমে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। ছয় মৌসুমে ক্লাবটির হয়ে খেলেছেন ১৭৩ ম্যাচ। গোল করেছেন ১১৮টি।







