দীর্ঘ একবছর পর চোট কাটিয়ে মাঠে ফিরেছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। এএফসি চ্যালেঞ্জ লিগে ইরানিয়ান ক্লাব ইস্তেগলালের বিপক্ষে বদলি হিসেবে নেমেছিলেন। নেমে আবারও চোটে পড়েছেন ৩২ বর্ষী। আল হিলাল নিশ্চিত করেছে, ৪-৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
আল হিলালের কোচ জর্জে জেসুস রিয়াদে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘অপ্রত্যাশিতভাবে, এটা সাধারণ কোনো চোট নয় এবং তাকে দেখে মনে হচ্ছিল পেশিতে ব্যথা পেয়েছে। আসলে তার হাঁটুতে কোনো সমস্যা নয়।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমার লিখেছেন, ‘আশা করছি বড় কিছু হবে না। এটা সাধারণ যে, একবছর বাইরে থাকার পর এমন হতে পারে। ডাক্তার আমাকে সাবধান করেছে, সুতরাং আমাকে আরও সতর্ক হতে হবে এবং বেশি সময় মাঠে থাকতে হবে।’
১৯ বারের সৌদি চ্যাম্পিয়ন আল হিলালের সাথে নেইমার ২০২৩ সালে আগস্টে চুক্তি করেন। এরপর তিনি মাঠে নামতে পেরেছেন মাত্র সাতটি ম্যাচে।









