Advertisements
বগুড়ার চন্ডীহারায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে অস্থায়ী কলার হাটে বেচাকেনা চলছে। কৃষক বলছেন, উৎপাদন খরচ বাড়ায় এবং ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ক্ষেত নষ্ট হওয়ায় কলার সরবরাহ কম। কলার হাটের জন্য নির্দিষ্ট জায়গার দাবি জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা।






