নিউক্যাসল ইউনাইটেডের সুইডিশ স্ট্রাইকার আলেক্সান্ডার ইসাকের দলবদল নিয়ে আলোচনা থামছেই না। ক্লাবের সাথে তার তিক্ততা বেড়ে চলেছে। প্রথমবার ইংলিশ ক্লাবটিকে নিয়ে জনসম্মুখে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘ক্লাব প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তাই সম্পর্ক বজায় রাখা সম্ভব নয়।’
লিভারপুল চলতি দলবদলে ইসাককে ১১০ মিলিয়ন খরচ করে নিতে আগ্রহ দেখায়। আপত্তি জানায় নিউক্যাসল। সেটি থেকে তিক্ততা বেড়েছে আরও চরমে। গত মৌসুমের শেষ ম্যাচের পর এপর্যন্ত এক মিনিটও মাঠে নামেননি তিনি।
একদিকে ইসাক থাকতে চান না, অন্যদিকে নিউক্যাসলও ছাড়তে চাচ্ছে না। নতুন মৌসুমের প্রথম ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে ছিলেন না ইসাক। তার আগে ক্লাবের সাথে ছিলেন না অনুশীলনেও। সতীর্থদের অনুশীলন শেষ হওয়ার পর একাই বেন্টন ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করেন তিনি।
ইউরোপের সংবাদমাধ্যম বলছে, ‘ভিলার বিপক্ষে ম্যাচে অনুপস্থিত থাকায় ইসাককে গুণতে হবে জরিমানা।’
ক্লাব যদি শাস্তি হিসেবে জরিমানা করে, তাহলে ইসাককে গুণতে হবে ২ লাখ তিন হাজার পাউন্ড। যেখানে পেশাদার ফুটবলের নিয়মে স্বেচ্ছায় ম্যাচ প্রত্যাখ্যান করলে একজন ফুটবলারকে সর্বোচ্চ দুই সপ্তাহের বেতন সমপরিমাণ জরিমানা গুণতে হয়।
ইসাক লিখেছেন, ‘নিশ্চুপ থেকেছি যখন অন্যরা বলেছে। বাস্তবতা হচ্ছে আমার পজিশন নিয়ে দীর্ঘদিন ধরে ক্লাব প্রতিশ্রুতিবদ্ধ্ব ছিল। যে ঝামেলা তৈরি হয়েছে তার অনেককিছুই অসত্য। যখন প্রতিশ্রুতি ভঙ্গ হয় তখন বিশ্বাস ভেঙে যায়। এতে সম্পর্ক বজায় রাখা যায় না।’
২৫ বর্ষী ইসাকের সাথে এখনও ক্যাসলের চুক্তি আছে ২০২৮ পর্যন্ত। ম্যাগপাইদের হয়ে গত মৌসুমে ৪২ ম্যাচে তিনি করেছেন ২৭ গোল। জায়গা পান প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা প্রিমিয়ার লিগ একাদশেও।









