পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে তৃতীয়টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৯ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল কিউই দল। নবম উইকেটে রোমারিও শেফার্ড এবং শামার স্প্রিংগার ক্যারিবীয়দের রেকর্ড ৩৯ বলে ৭৮ রানের জুটি গড়েন। তাতেও জেতাতে পারেননি। আগে নবম উইকেটে ২৯ বলে ৭২ রানের জুটির রেকর্ড ছিল শেফার্ডের সাথে আকিল হোসেইনের।
নেলসনে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। নির্ধারিত ওভারে ৯ উইকেটে সংগ্রহ করে ১৭৭ রান। রানতাড়ায় ১৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে উইন্ডিজ থামে ১৬৮ রানে।
ওপেনিং জুটিতে ৩৫ বলে ৪৭ যোগ করে নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে ৬ চার ও ২ ছক্কায় ৩৪ বলে ৫৬ রান করেন। টিম রবিনসন করেন ২১ বল ২৩ রান। রাচীন রবীন্দ্র করেন ১৫ বলে ২৬ রান। ড্যারেল মিচেল করেন ২৪ বলে ৪১ রান। মিচেল ব্রেসওয়েলের ব্যাটে আসে ১০ বলে ১১ রান। আর কেউ দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেননি।
উইন্ডিজের হয়ে ম্যাথু ফোর্ড এবং জেসন হোল্ডার নেন ২টি করে উইকেট। শেফার্ড এবং স্প্রিংগার নেন একটি করে উইকেট।
জবাবে উইন্ডিজ ১৩ রানে হারায় প্রথম উইকেট, আমির জাঙ্গো ফেরেন ৪ বলে ৫ রানে। আলিক আথানাজে করেন ২৩ বলে ৩১ রান। আকিম অগাস্তে করেন ১৬ বলে ২৪ রান। শেফার্ড এবং স্প্রিংগারের ৭৮ রানের জুটি ভাঙে স্প্রিংগার ৩টি করে চার-ছক্কায় ২০ বলে ৩৯ রানে ফিরলে। শেফার্ডের ব্যাটে আসে ৪ চার ও ৩ ছক্কায় ৩৪ বলে ৪৯ রান।
কিউইদের হয়ে জ্যাকব ডাফি এবং ইশ শোধি নেন ৩টি করে উইকেট। কাইল জেমিসন, মাইকেল ব্রেসওয়েল এবং মিচেল স্যান্টনার নেন একটি করে উইকেট।









