বেঙ্গালুরু টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে সিরিজ শুরু হয়েছিল ভারতের। পুনেতে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে ভালো শুরু পেয়েছে স্বাগতিক দল। ওয়াশিংটন সুন্দরের ঘূর্ণিতে প্রথমদিনেই কিউইদের গুটিয়ে দিয়েছে ভারত। ব্যাটে নেমে রোহিত শর্মার উইকেট হারিয়েছে তারা।
মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে নিউজিল্যান্ড। ৭৯.১ ওভার ব্যাট করে ২৫৯ রানে থামে কিউইদের ইনিংস। জবাবে নেমে ১১ ওভারে ১ উইকেট হারিয়ে প্রথমদিন শেষ করেছে ভারত। যশ্বী জয়সওয়াল ৬ রান এবং শুভমন গিল ১০ রানে দ্বিতীয় দিন শুরু করবেন।
আগে ব্যাটে নামা কিউইদের সামনে বাধা হন ওয়াশিংটন সুন্দর। ডানহাতি অফব্রেক বোলার কিউইদের ধসিয়ে দেন। ২৩.১ ওভার বল করে ৫৯ রান খরচায় ৭ উইকেট নেন। তার জুটি সঙ্গী রবীচন্দ্রন অশ্বিন ২৪ ওভারে ৬৪ রান খরচায় ৩ উইকেট নেন।
সফরকারীদের হয়ে ডেভন কনওয়ে ৭৬, রাচীন রবীন্দ্র ৬৫ এবং মিচেল স্যান্টনার ৩৩ রান করেন। বাকিদের কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি।
দিনের শেষ বেলায় ব্যাটে নেমে ইনিংসের তৃতীয় ওভারে রোহিত শর্মার উইকেট হারায় ভারত। টিম সাউদির বলে বোল্ড হয়ে ফিরে যান রানের খাতা খোলার আগেই। পরে গিল-জয়সওয়াল দিন শেষ করেন।









