লম্বা সময় ধরে পায়ের চোটে ভুগছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। চোট কাটিয়ে উঠতে সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ থেকে ৩২ বর্ষী ব্যাটারকে বিশ্রাম দেয়া হয়েছে। তবে অজিদের বিপক্ষে টেস্টে সিরিজে তাকে দলে পাবেন বলেই আশাবাদী নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড।
প্রায় ৬-৭ মাস ধরে পায়ের চোট নিয়েই খেলে আসছিলেন মিচেল। তবে তাকে নিয়ে আর ঝুঁকি নিতে চাইছে না নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
কিউই ক্রিকেটারের চোট নিয়ে গ্যারি স্টিড বলেন, ‘আমরা এর আগে ওকে বিশ্রাম দেয়ার সুযোগটা নিয়েছিলাম। তবে চিকিৎসকদের পরামর্শে জানা গেছে, ওর একটু বেশি সময় দরকার।’
‘এটা সত্যিই কঠিন। কারণ, পরের সপ্তাহ থেকে খুব বেশি বিরতি নেই। যে কারণে ওকে তিন সপ্তাহ বিশ্রাম দিয়ে চোট থেকে সেরে ওঠার সুযোগ করে দেয়া হয়েছে। তবে এই সময়ের মধ্যে চোট কাটিয়ে উঠতে পারবে এমন কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আমরা আশাবাদী, এর মাধ্যমে আমাদের সঙ্গে দীর্ঘ সময় ওর থাকার সম্ভাবনা বাড়বে।’
সাউথ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে মিচেলের বদলি হিসেবে কারোর নাম ঘোষণা করেনি এনজেডসি। কারণ দলে অতিরিক্ত ব্যাটার হিসেবে আছেন উইল ইয়াং।
আগামী ২১-২৫ ফ্রেব্রুয়ারি অজিদের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এরপর ২৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।








