অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে টানা দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে জিতে সুপার সিক্সে উঠেছে নিউজিল্যান্ড। সামোয়াকে ৬৭ রানে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত হয় দলটির। এক ম্যাচ করে কম খেলা সাউথ আফ্রিকা শীর্ষে, দুইয়ে থেকে নাইজেরিয়ার মেয়েরা আগেই সুপার সিক্স নিশ্চিত করেছে।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৭ ওভারের খেলা হয় সামোয়া ও কিউইদের। আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৯ রান করে নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৪৮ রান করেন ইভ উল্যান্ড, ২৭ রান আসে আনিকা টডের থেকে। সামোয়ার ওলিভ লেফাজ ১৩ রানে ৩ উইকেট শিকার করেন।
১০৮ রানের লক্ষ্যে সামোয়া মাত্র ৪০ রানে অলআউট হয়ে যায়। যা পরের রাউন্ডে যেতে কিউইদের প্রয়োজনের চেয়েও বেশি ছিল। দলটির কোনো ব্যাটার দুঅঙ্ক ছুঁতে পারেননি। রিশিকা জাসওয়াল এবং তাস ওয়াকেলিন ৩টি করে উইকেট শিকার করেন।
দিনের অপর ম্যাচে ‘বি’ গ্রুপে মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়েদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ডের মেয়েরা। জয়ে গ্রুপের শীর্ষ দুদল ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মেয়েদের সুপার সিক্স নিশ্চিত হয়েছে। শেষ ম্যাচে পাকিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যে যারা জিতবে, রানরেটের হিসেবে পরবর্তী রাউন্ডে যাবে তারা।
আগে ব্যাট করা যুক্তরাষ্ট্রের মেয়েরা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৯ রান তোলে। জবাবে ২ উইকেট হারিয়ে ৩৪ বল হাতে রেখে ১২০ রানে জয় নিশ্চিত করে ইংলিশরা। ৪৫ বলে ৭৪ রান করে ম্যাচসেরা হন ডেভিনা পেরিন।
‘এ’ গ্রুপে দুই ম্যাচ করে জেতা ভারত ও শ্রীলঙ্কা পরবর্তী রাউন্ডে পা রেখেছে। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও মালয়েশিয়ার মধ্যে যারা জিতবে তারা যাবে পরবর্তী রাউন্ডে।









