Site icon চ্যানেল আই অনলাইন

পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টুয়েন্টির দলে রাচীন

চোট ও করোনার থাবার মাঝেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে থাকা কিউইরা এখন প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার সম্ভাবনার সামনে দাঁড়িয়ে আছে। শেষ টি-টুয়েন্টির দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার রাচীন রবীন্দ্র।

ওয়ানডে বিশ্বকাপে আলো ছড়ানো পারফরম্যান্সে নজর কেড়েছিলেন রাচীন। বিশ্রামে থাকা এ ক্রিকেটার ড্যারিল মিচেলের বদলে স্কোয়াডে ঢুকেছেন। শেষ খেলায় ড্যারিলকে দেয়া হয়েছে বিশ্রাম।

নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘আমরা ড্যারিল মিচেলকে এই খেলা থেকে বিরতি দিয়েছি। স্পষ্টতই সামনে কিছু গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ আছে। ড্যারিল তিন ফরম্যাটের খেলোয়াড়। তাই এই সময়ের মধ্যে তার কাজের চাপ সামলাতে পারাটা সত্যিই গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে মৌসুমের বাকি অংশে সে বড় ভূমিকা পালন করবে। তাই আমরা ভেবেছিলাম তাকে বিশ্রাম দেয়ার জন্য এটি উপযুক্ত, সিরিজ জেতা হয়েছে।’

‘রাচীনকে দলে ফেরানোটা দারুণ। সে বিরতিতে ছিল এবং ফিরে এসে ঘরোয়া টি-টুয়েন্টিতে ওয়েলিংটন ফায়ারবার্ডসের হয়ে একটি ম্যাচ খেলেছে। দলে ভূমিকা রাখতে আমাদের জন্য ভালোভাবে মানানসই। আমরা তাকে খেলাতে চাই।’

চতুর্থ টি-টুয়েন্টির আগে স্বাগতিকদের উদ্বোধনী ব্যাটার ডেভন কনওয়ের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। স্বাভাবিকভাবেই তিনি ম্যাচটি খেলতে পারেননি। রোববার ক্রাইস্টচার্চে শেষ ম্যাচে তার খেলার সম্ভাবনা নিয়ে মন্তব্য করেন গ্যারি স্টিড।

‘আমরা আগামীকাল সকালে ডেভনের অবস্থা দেখব। এই মুহূর্তে তার শরীরে এখলো করোনার উপসর্গ রয়েছে। তবে আশা করি আগামী ২৪ ঘণ্টায় তার অবস্থার আরও উন্নতি হবে। আমরা আগামীকাল সকালের আগ পর্যন্ত কিছু জানতে পারব না। আমরা তখন সিদ্ধান্ত নেবো।’

Exit mobile version