নিউজিল্যান্ডে টি-টুয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডেতে নেমেছিল পাকিস্তান। বড় ব্যবধানে ওয়ানডে সিরিজও হারল সফরকারীরা। পাকিস্তানকে দ্বিতীয় ওয়ানডেতে ৮৪ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে কিউইরা। ম্যাচসেরা হয়েছেন মিচেল হে।
হ্যামিল্টনের সেডান পার্কে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। সাতে নামা মিচেল হে’র অপরাজিত ৯৯ রানে ভর করে ২৯২ তুলেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান আসে মোহাম্মদ আব্বাসের থেকে। ওপেনার নিক কেলী করেন ৩১ রান।
নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে লড়াকু পুঁজি গড়ে কিউইরা। দুটি করে উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম ও সুফিয়ান মুকিম। একটি করে উইকেট পান ফাহিম আশরাফ, আকিফ জাভেদ এবং হারিস রউফ।
জবাবে আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আঘা বড় রান তুলতে ব্যর্থ হন। টপঅর্ডারের সেরা পাঁচ ব্যাটার সবমিলে তোলেন ১৯ রান। শেষদিকে পেসার ফাহিম ৭৩ এবং নাসিম শাহ ৫১ রান করলে সম্মানজনক হারে নেন পাকিস্তানকে, দলটি থামে ২০৮ রানে।
কিউই পেসার বেন সিয়ার্সের ৫ উইকেটের পর জ্যাকব ডাফি নেন ৩ উইকেট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি জিতে এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নিলো নিউজিল্যান্ড।









