নিউজিল্যান্ডে এবারের সফর মোটেও সুখকর হল না নতুন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও পাকিস্তান দলের। প্রথমে টি-টুয়েন্টি সিরিজ হারের পর এবার ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে সফরকারীরা। শেষ ম্যাচে পাকিস্তান হেরেছে ৪৩ রানে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০তে জিতেছে কিউইরা।
এ সিরিজে পেসার ও স্পিনাররা দাপট দেখিয়েছেন। তিন ম্যাচ সিরিজের শেষটিতে ম্যাচসেরা হয়েছেন ডানহাতি স্পিনার মাইকেল ব্রেসওয়েল। পুরো সিরিজে দুর্দান্ত বল করে ১০ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার জিতেছেন ডানহাতি পেসার বেন সিয়ার্স।
বে ওভালের মাউন্ড মঙ্গানুইয়ে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক রিজওয়ান। বোলাররা অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে স্বাগতিকদের ৩৬৪ রানে আটকে দেন। কিউইদের সর্বোচ্চ ৫৯ রান করেন ব্রেসওয়েল, ৫৮ রান আসে ওপেনার রাইস মারিউ থেকে। এছাড়া ড্যারিল মিচেলের থেকে আসে ৪৩ রান।
পাকিস্তানের পেসার আকিফ জাভেদ নেন ৪ উইকেট, নাসিম শাহ নেন ২ উইকেট। এছাড়া ফাহিম আশরাফ ও সুফিয়ান মুকিম নেন একটি করে উইকেট।
জয়ের লক্ষ্যে ব্যাটে নেমে ২২১ রান তুলতে পারে পাকিস্তান। সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেন বাবর আজম। ৩৭ রান আসে অধিনায়ক রিজওয়ান থেকে। ৩৩ করে রান করেন ওপেনার আবদুল্লাহ শফিক ও তায়িব তাহির। ৩৪ রানে ৫ উইকেট নেন বেন সিয়ার্স।









