নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডে পরিচালক হিসেবে নির্বাচিত হলেন সাবেক অলরাউন্ডার ও জাতীয় দলের নির্বাচক ডিওন ন্যাশ। সাবেক পরিচালক মার্টিন স্নেডেনের স্থলাভিষিক্ত হবেন তিনি।
সাবেক বোলার মার্টিন পর্যায়ক্রমে নিউজিল্যান্ড বোর্ডের প্রধান নির্বাহী, বোর্ড মেম্বার, বোর্ড চেয়ারম্যান ও আইসিসি পরিচালক হিসেবে দায়িত্ব পালন শেষে গতসপ্তাহে পদত্যাগ করেন।
বোর্ডের চেয়ারম্যান ডায়ানা পুকেপাতু-লিন্ডন বলেছেন, ‘মার্টিন যখন পদত্যাগ করছেন, এমন সময়ে ডিওনের মতো ক্রিকেট এবং ব্যবসায়িক অভিজ্ঞতা সম্পন্ন কারো বোর্ডে আসাটা অবশ্যই ভালো। তার শুধুমাত্র খেলাতেই নয়, ব্যবসার প্রতিও দৃঢ় আগ্রহ রয়েছে। যা আমাদেরকে ভালো অবস্থানে দাঁড়াতে সাহায্য করবে।’
ন্যাশ ১৯৯২ থেকে ২০০২ পর্যন্ত ৩২টি টেস্ট ও ৮১টি ওয়ানডে খেলেছেন। তার পঞ্চম টেস্টে লর্ডসে ফিফটির পাশাপাশি ম্যাচে মোট দশ উইকেট নেন। ১৯৯৯ সালের শুরুর দিকে নিয়মিত অধিনায়ক স্টিফেন ফ্লেমিং চোটের কারণে ছিটকে গেলে ৭ ওয়ানডে ও ৩ টেস্টে অধিনায়কের দায়িত্ব সামলান। অবসরের পর ২০০৫ সাথে ছেলেদের দলের নির্বাচক হন। পরে ব্যবসায় মনযোগ দেন।









