সবশেষ ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড। এরপর টানা তিন সিরিজে হারের মুখ দেখেছে কিউইরা। প্রায় ১২ বছর পর সে খরা কাটিয়ে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে মিচেল স্যান্টনারের দল।
হ্যামিল্টনে বুধবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে টস হেরে আগে ব্যাটে নামে ইংল্যান্ড। ৩৬ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৭৫ রানের সংগ্রহ দাঁড় করায় হ্যারি ব্রুকের দল। লক্ষ্যে নেমে ৩৩.১ ওভারে ৫ উইকেট ও ১০১ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে নিউজিল্যান্ড। স্বাগতিকরা তুলে নেয় ৫ উইকেটের বড় জয়।
প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। অধিনায়ক হ্যারি ব্রুকের ব্যাট থেকে আসে ৩৪ রান। আট নম্বরে নামা জেমি ওভারটন করেন ২৮ বলে ৪২ রান। জো রুট ২৫ এবং বেথেল ১৮ রান যোগ করেন স্কোরবোর্ডে করেন। এছাড়া বাকিদের কেউই উল্লেখযোগ্য স্কোর গড়তে পারেননি।
দুই বছরের বেশি সময় পর নিউজিল্যান্ডের দলে ফেরা পেসার ব্লেয়ার টিকনার ছিলেন অপ্রতিরোধ্য। তিনি ৮ ওভারে ৩৪ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। নাথান স্মিথ নেন ২ উইকেট।
১৭৬ রানের সহজ লক্ষ্যে নেমে জোফরা আর্চারের পেস আক্রমণে শুরুতেই ধাক্কা খায় কিউইরা। রানের খাতা খোলার আগেই বিদায় নেন উইল ইয়ং। তবে দলের হাল ধরেন রাচিন রবীন্দ্র এবং কেন উইলিয়ামসন। গত ম্যাচে শূন্য রানে ফেরা উইলিয়ামসন ২১ রানে আউট হলেও, রাচিন অর্ধশতক তুলে ৫৪ রানে আর্চারের বল আউট হয়ে সাজঘরে ফেরেন।
এরপর দ্রুত আরও দুই উইকেট হারালেও ফর্মে থাকা ড্যারিল মিচেল ও মিচেল স্যান্টনার আর কোনো বিপদ ঘটতে দেননি। মিচেল ৫৬ এবং স্যান্টনার ৩৪ রানে অপরাজিত থেকে ১০১ বল হাতে রেখে দলের সহজ জয় নিশ্চিত করেন। ইংল্যান্ডের পক্ষে জোফরা আর্চার ১০ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন।
শনিবার ওয়েলিংটনে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।









