মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে বড় হারে এবারের আসর শেষ হল নিউজিল্যান্ডের। টমি বেমাউন্ট এবং হেদার নাইটের সাথে গড়া অ্যামি জন্সের দুটি পৃথক জুটিতে কিইউদের ৮ উইকেটে হারিয়েছে ইংলিশরা। এ জয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করা ইংল্যান্ড টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেছে। কিউইরা বিদায় নিয়েছে ৪ পয়েন্ট নিয়ে।
বিশাখাপত্তমে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক সোফি ডিভাইন। ৩৮.২ ওভারে ১৬৮ রানে গুটিয়ে যায় কিউইরা। জবাবে নেমে ১২৪ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ইংল্যান্ড।
ব্যাটিংয়ে নেমে শুরুটা খারাপ না হলেও মিডেলঅর্ডারের ব্যর্থতায় আর বড় সংগ্রহ করতে পারেনি কিউইরা। ১৬ বলে ১০ রান করে সাজঘরে ফিরেন ওপেনার সুজিয়ে বিটস। জর্জিয়া প্লিমার ৫৭ বলে করেন ৪৩ রান। অ্যামেলিয়া কের ৪৩ বলে ৩৫ রান করেন। ব্রুক হ্যালিডে ১৪ বলে কনে ৯ রান। ম্যাডি গ্রিন করেন ১৯ বলে ১৮ রান। ইসাবেলা গেজ ২৪ বলে ১৪ রান করেন এবং জেস কের করেন ১২ বলে ১০ রান।
ইংলিশদের হয়ে লিন্সে স্মিথ নেন ৩টি উইকেট। ন্যাট সায়ভার-ব্রান্ট এবং অ্যালিস ক্যাপসে নেন ২ উইকেট। চার্লি ডিন এবং সোফি ডাঙ্কলি নেন ১টি করে উইকেট।
জবাবে নেমে ওপেনিংয়ে জুটিতে বেমাউন্ট এবং জন্স তোলেন ৮৯ বলে ৭৫ রান। ৩৮ বলে ৪০ করে আউট হন বেমাউন্ট। পরে নাইটের সাথে ৭৫ বলে ৮৩ রানের জুটি করেন জন্স। ৪০ বলে ৩৩ রান করে নাইট। জন্স ৯২ বলে অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলেন।
কিউইদের হয়ে শোফি ডিভাইন এবং লিয়া তাহুহু নেন ১টি করে উইকেট।









