বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ‘এ’ দল। সিরিজ সামনে রেখে বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকায় পৌঁছায় কিউই দলটি। শুক্রবার ঢাকা থেকে সিলেটে পৌঁছান কিউইরা।
আগামী ৫মে থেকে সিলেটে শুরু হবে সিরিজ। সূচি অনুযায়ী ৫, ৭ এবং ১০মে ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দুদল। ১৪মে গড়াবে চারদিনের প্রথম ম্যাচ। চারটি ম্যাচই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে। ২১মে দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচটি গড়াবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
গত ২৮ এপ্রিল ১৫ সদস্যের দল দেয় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। দলে আছেন আন্তর্জাতিক ক্রিকেট খেলা ৯ জন। জো কার্টারকে লাল বলের এবং নিক কেলিকে দায়িত্ব দেয়া হয়েছে সাদা বলের অধিনায়কত্বের।
নিউজিল্যান্ড এ দল: মোহাম্মদ আব্বাস, আদি অশোক, ম্যাট বয়েল, জো কার্টার (লাল বলের অধিনায়ক), ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, জ্যাক ফোকস, ডিন ফক্সক্রফট, মিচ হে, কার্টিস হ্যাফি, নিক কেলি (সাদা বলের অধিনায়ক), জায়ডেন লেনক্স, বেন লিস্টার, রিস মারিউ, ডেল ফিলিপস।









