নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডেতে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর সাদা পোশাকে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটিং ব্যর্থতায় চারদিনের প্রথম অনানুষ্ঠানিক টেস্টে ৭০ রানে হেরেছে নুরুল হাসান সোহানের দল।
বুধবার সিলেটে চারদিনের টেস্টের প্রথম দিনে টসে হেরে আগে ব্যাটে নামে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ৭৫.২ ওভার ব্যাট করে ২৫৬ রান করে তারা। জবাবে নেমে বাংলাদেশ ১২ রানের লিড নিয়ে ৬৯.৩ ওভার ব্যাট করে ২৬৮ রানে থামে। দ্বিতীয় ইনিংসে নেমে ৮০.১ ওভারে ২৫৭ রান তোলে সফরকারী দল। ২৫৬ রানের লক্ষ্যে নেমে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ থামে ১৭৫ রানে।
৫ উইকেটে ২১৬ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল কিউইরা। চতুর্থ দিনের প্রথম সেশনে আরও ৪১ রান যোগ করে গুটিয়ে যায় তারা। দ্বিতীয় ইনিংসে কিউইদের হয়ে সেঞ্চুরি করেছেন নিক কেলি। ২০৭ বলে ১২২ রানের ইনিংস খেলেন তিনি। ১৩৮ বলে ৫৮ রান করেন জো কার্টার। এছাড়া ডিন ফক্সক্রোফট ২১ রান করেন।
বাংলাদেশ বোলাদের মধ্যে হাসান মুরাদ ৫ উইকেট নেন। নাঈম হাসান নেন ৪ উইকেট।
জবাবে নেমে ব্যাটিং ব্যর্থতা দেখেছে বাংলাদেশ। কেবল চার ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছান। মাহিদুল ইসলাম অঙ্কন সর্বোচ্চ ৫৭ রান করেন। ১৬৭ বলের অপরাজিত ইংনিসে ছিল ৬টি চারের মার। ৮৯ বলে ৫০ রান করেন জাকির হাসান। এছাড়া নুরুল হাসান সোহান ২৭ রান এবং এনামুল হক বিজয় ১৬ রান করেন।
কিউই বোলারদের মধ্যে আদিত্য অশোক ৫ উইকেট নেন। জেডিন লিনক্স নেন তিন উইকেট।
এর আগে প্রথম ইনিংসে ২৫৬ রান কের নিউজিল্যান্ড দলটি। মিচেল হে’র ৮১ রানের পর ডিন ফক্সক্রাফট ৪৭ রান করেন। খালেদ নেন ৬ উইকেট এবং এনামুল হক বিজয় নেন তিন উইকেট।
জবাবে নেমে বাংলাদেশ ২৬৮ রান করে। ইনিংসের সর্বোচ্চ রান করেন অধিনায়ক সোহান, ৮৮ বলে ১০৭ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন তিনি। মাহিদুল ইসলাম অঙ্কন ও অমিত হাসান ২৫ করে সংগ্রহ করেন। ২৪ রান করেন ওপেনার এনামুল হক বিজয়। কিউইদের জশ ক্লার্কসন ৪ উইকেট নিয়েছেন, ৩টি উইকেট নিয়েছেন ক্রিস্টিয়ান ক্লার্ক।









