নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ক্রেডিট কার্ডের মাধ্যমে সব ধরণের কনস্যুলার ফি জমা দেয়ার ব্যবস্থা চালু করা হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) থেকে এই সেবা চালু হয়েছে উল্লেখ করে এক বিবৃতিতে জানানো হয়েছে, কনস্যুলেট জেনারেলের সেবাকে আরও স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও জনবান্ধব করার অংশ হিসেবে এ সেবা চালু করা হল।
উল্লেখ্য, ক্রেডিট কার্ডের মাধ্যমে সব ধরণের সরকার নির্ধারিত ফি জমা দেয়ার ক্ষেত্রে প্রতিটি লেনদেনের জন্য ৩% ব্যাংক সারচার্জ প্রযোজ্য হবে। এছাড়া, মানি অর্ডার এর মাধ্যমে ফি পরিশোধের প্রচলিত ব্যবস্থাও অব্যাহত থাকবে।
সেবাগ্রহীতাগণকে ক্রেডিট কার্ডের মাধ্যমে সরকারি ফি পরিশোধের এ সুবিধা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।









