বিশ্বকাপের চলতি আসরে কানাডা-আয়ারল্যান্ড ম্যাচের আগে দুটি খেলা গড়িয়েছিল নিউইয়র্কে। নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে সেই দুটি ম্যাচে আগে ব্যাট করা কোনো দল শতরান পেরুতে পারেনি। সাউথ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কা গুটিয়ে যায় ৭৭ রানে, আর ভারতের বিপক্ষে আয়ারল্যান্ড থামে ৯৬ রানে। তৃতীয় ম্যাচে এসে কিছুটা আচরণ বদলেছে পিচের। তার দেখাই মিলল কানাডার ব্যাটিংয়ে। নিকোলাস কিরটনের অনবদ্য ইনিংসে আইরিশদের সামনে ১৩৮ রানের চ্যালেঞ্জ দাঁড় করিয়েছে কানাডা।
শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে কানাডাকে আগে ব্যাটে পাঠান আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১৩৭ রানের সংগ্রহ গড়ে কানাডা।
কানাডার হয়ে সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস খেলেছেন নিকোলাস কিরটন। ৩৫ বলের ইনিংসটিতে ছিল তিনটি চার ও দুটি ছক্কার মার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন শ্রেয়াস মোভা। তার ৩৬ বলের ইনিংসে ছিল তিনটি চারের মার। এছাড়া পারগাত সিং ১৪ বলে ১৮ রান এবং অ্যারন জনসন ১৩ বলে ১৪ রান করেন।
আইরিশদের হয়ে ক্রেইগ ইয়ং ও ব্যারি ম্যাকার্থি দুটি করে উইকেট নেন।









