মুম্বাই থেকে নিউইয়র্কগামী উড়োজাহাজে বোমাতঙ্ক তৈরি হয়েছে। আতঙ্ক ছড়াতেই উড়োজাহাজের যাত্রাপথ পরিবর্তন করে দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে। যাত্রী ও বিমানকর্মীদের নিরাপদে বের করে নেয়া হয়েছে উড়োজাহাজ থেকে। আপাতত এটি দিল্লি বিমানবন্দরেই রয়েছে। উড়োজাহাজে সন্দেহজনক কিছু রাখা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
সোমবার (১৪ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, রোববার গভীর রাতে এয়ার ইন্ডিয়ার ওই উড়োজাহাজটি মুম্বাই থেকে রওনা দিয়েছিল।
উড়ান সংস্থার এক মুখপাত্র জানান, মুম্বাই থেকে রওনা দেয়া এআই১১৯ উড়ানে নিরাপত্তাজনিত একটি সতর্কবার্তা এসেছিল। সেই কারণে উড়োজাহাজটিকে দিল্লিতে অবতরণ করানো হয়। এরপর যাত্রীদের নামিয়ে আনা হয় এবং তারা দিল্লি বিমানবন্দরের টার্মিনালে অপেক্ষা করছেন। এর বেশি কিছু উড়ান সংস্থার তরফে জানানো হয়নি।
প্রাথমিকভাবে জানা যায়, আনুমানিক রাত ২টায় উড়োজাহাজটি মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল। উড়ানের কিছুক্ষণের মধ্যেই বোমাতঙ্ক ছড়ায়। সঙ্গে সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)-এর সঙ্গে যোগাযোগ করেন উড়োজাহাজের পাইলট। পরিস্থিতির কথা জানিয়ে জরুরি ভিত্তিতে অবতরণের অনুমতি চাওয়া হয়। সেই মতো অবতরণ করানো হয় দিল্লি বিমানবন্দরে।









