আতশবাজি আর হরেক রকম রঙিন ফানুস উড়িয়ে বর্ণিল আলোর উৎসবে বরণ করে নেওয়া হলো ২০২৩ সাল। ঢাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা থাকলেও নতুন বছরকে বরণ করে নিতে রাত ১২টা পর্যন্ত অপেক্ষায় ছিল রাজধানীবাসী। ১২টা বাজার সঙ্গে সঙ্গেই রাজধানীর বিভিন্ন জায়গায়, বাড়ির ছাদে উল্লাসে মেতে ওঠে সব বয়সের মানুষেরা। আতশবাজির শব্দে মুখরিত হয় রাজধানী, উজ্জ্বল আলোর ঝলকানি দেখা যায় পুরো শহর জুড়ে।
রাত বারোটার আগেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে টিএসসিতে এসে জড়ো হন নানা শ্রেণি পেশার মানুষ। ফানুস উড়িয়ে, আতশবাজিতে আনন্দ উল্লাসে মেতে ওঠেন তারা।
কেন্দ্রীয় শহিদ মিনারেও ছিল আনন্দ আয়োজন। বড়দের পাশাপাশি ছিল ছোট ছোট ছেলেমেয়েদের বাধভাঙা উল্লাস।
থার্টি ফাস্ট নাইট উদ্যাপনে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সজাগ ছিল আইন-শৃঙ্খলা বাহিনী।
নববর্ষ মানেই সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাওয়ার প্রত্যাশা সকলের।








