ঢাকায় ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের কনসার্টে গাইতে এসেছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’। শুক্রবার কনসার্টটি হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়ে যায়।
এদিন সন্ধ্যায় জরুরী সংবাদ সম্মেলন করেও কনসার্টের পরবর্তী তারিখ জানাতে পারেননি আয়োজকরা। তবে এদিন রাতে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওয়েব সাইটে কনসার্টের পরবর্তী তারিখ ঘোষণা করেন।
কনসার্ট নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়ে আয়োজকরা বলেন, শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৪টা ৩০ মিনিটে যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে কনসার্টটি অনুষ্ঠিত হবে। এরজন্য যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এর আগে, গতকাল শুক্রবার রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের ঢাকা এরিনায় এই ওপেন কনসার্টটি হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে বৃষ্টির কারণে তা স্থগিত করা হয়।
এই কনসার্টে পাকিস্তানি ‘জাল’ এর সাথে ঢাকার তিন ব্যান্ড অর্থহীন, ভাইকিংস ও কনক্লুশনও থাকার কথা রয়েছে।









