Advertisements
কঠিন সংকটে থাকা অর্থনীতি পুনরুদ্ধারে আগামী বাজেট তৈরীর ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কাছে বিচক্ষণ সিদ্ধান্ত চায় সিপিডি। তাদের মতে, পরবর্তী নির্বাচিত সরকার যেন বেকায়দায় না পড়ে তা এই সরকারকে নিশ্চিত করতে হবে। সংস্থাটি বলছে, জুনের মধ্যে মূল্যস্ফীতি কমিয়ে ৬-৭ শতাংশে নামানো কঠিন হবে, তার উপর রুগ্ন আর্থিক খাত, রাজস্ব আয়ে কমপক্ষে ১ লাখ টাকার ঘাটতি, সব মিলে একটা হ-য-ব-র-ল অবস্থার শংকা তাদের।








