চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • লাইভ টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্মীয় অপব্যাখায় জঙ্গিদের জিহাদের জন্য প্রস্তুত করতেন মহিবুল্লাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
4:03 pm 22, February 2023
- সেমি লিড, অপরাধ
A A
Advertisements

নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আধ্যাত্মিক নেতা মো. মহিবুল্লাহ ওরফে ভোলার শায়েখ (৪৮) ক্যাম্পে অবস্থানকালে সন্ধ্যার পর প্রশিক্ষণরত সদস্যদের বয়ান দিতেন। তার বয়ানের মূল উদ্দেশ্য ছিল ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে জঙ্গি সদস্যদের জিহাদের জন্য মানসিকভাবে প্রস্তুত করা। 

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) জানায়, মহিবুল্লাহ বৃহত্তর বরিশাল অঞ্চলে মহিবুল্লাহ ব্যাপক নেটওয়ার্ক তৈরি করেন। প্রথম দিকে হিজরতকারীদের তিনিই আশ্রয়-বয়ান দিয়ে বিভ্রান্ত করে নিজস্ব ব্যবস্থাপনায় পাহাড়ে পাঠানোর ব্যবস্থা করেন। ডা. শাকেরসহ অন্যান্য কয়েকজন শীর্ষ নেতা গ্রেপ্তারের পর গা ঢাকা দিতে রাজধানীতে অবস্থান নেন তিনি।

মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

বুধবার ২২ ফেব্রুয়ারি দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, ২০২২ সালের জানুয়ারিতে শুরা সদস্য ডা. শাকের ওরফে শিশির, জঙ্গি নেতা শামীন মাহফুজসহ শায়েখ মহিবুল্লাহ বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ে অবস্থিত জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রশিক্ষণ ক্যাম্পে যান। এ সময় ক্যাম্পে কেএনএফের তত্ত্বাবধানে সশস্ত্র প্রশিক্ষণ চলত।

সেখানে কেএনএফের প্রধান নাথান বম ও অন্যান্য নেতাদের সঙ্গে বসে আনুষ্ঠানিকভাবে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার নামকরণ করা হয় এবং শুরা কমিটি গঠন করা হয়। মহিবুল্লাহকে সংগঠনটির নায়েবে আমির হিসেবে নির্বাচিত করা হয়।

সিটিটিসি প্রধান বলেন, শায়েখ মহিবুল্লাহ পাহাড়ে কিছুদিন অবস্থান করার পর ঢাকায় চলে আসেন এবং শুরা কমিটির সদস্যদের সঙ্গে সমন্বয় করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দাওয়াতের মাধ্যমে সংগঠনের কার্যক্রম বৃদ্ধি করার জন্য বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখেন।

তিনি বলেন, শুরা সদস্য ডা. শাকেরকে দাওয়াতি কার্যক্রমের বিভিন্ন বিষয়ে সহযোগিতা করার জন্য শায়েখ মহিবুল্লাহকে দায়িত্ব দেওয়া হয়। সংগঠনের শুরা পর্যায়ের একাধিক সদস্যের সঙ্গে ঢাকা, সিলেট ও কিশোরগঞ্জে সংগঠনের কার্যক্রম জোরদার করাসহ বিভিন্ন বিষয়ে তিনি একাধিক বৈঠকে অংশ নেন। এ ছাড়া তিনি হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসায় বিভিন্ন সময়ে আসা-যাওয়া করতেন এবং সেখান থেকে পেনড্রাইভের মাধ্যমে বিভিন্ন জিহাদি ডকুমেন্ট সংগ্রহ করে তার ল্যাপটপে সংরক্ষণ করতেন।

সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বলেন, জিহাদ সংক্রান্ত বিষয়ে নিজস্ব লেখার খসড়া কপিও তার কাছে পাওয়া গেছে। ডা. শাকের সিটিটিসির হাতে গ্রেপ্তারের পর শায়েখ মহিবুল্লাহ নিজেকে আড়াল করতে তার ব্যবহৃত সিম ও মোবাইল ফোন নষ্ট করে ফেলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, মহিবুল্লাহ উগ্রবাদী জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার নায়েবে আমির হিসেবে কথিত শুরা বোর্ডের দায়িত্বপ্রাপ্ত এবং তিনি ভোলার শায়েখ হিসেবে পরিচিত ছিলেন। প্রশিক্ষণ ক্যাম্পসহ নতুন জঙ্গি সংগঠনের সার্বিক দায়িত্বে ছিলেন শামীন মাহফুজ।

শায়েখ মহিববুল্লাহ চট্টগ্রামের হাটহাজারীর আল জামেয়াতুল আহেলিয়া দারুল উলুম মইনূল ইসলাম মাদরাসার ছাত্র থাকাকালে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদদের (হুজি-বি) সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন। তৎকালীন হুজির অন্য সদস্যদের সঙ্গে তিনি বিভিন্ন মাদরাসায় কথিত জিহাদি ট্রেনিং নেন।

তৎকালীন হুজির নেতা মুফতি আব্দুর রউফ আফগানিস্তানসহ অন্যান্য জায়গায় জিহাদে যাওয়ার বিষয়ে হাটহাজারী মাদরাসা ও আশপাশের এলাকায় নিয়মিত বক্তব্য দিতেন এবং বিশ্বের বিভিন্ন স্থানে নির্যাতিত মুসলিমদের সাহায্য করার জন্য সশস্ত্র জিহাদের ডাক দিতেন। সে সময় হুজির অন্য জঙ্গি নেতাদের সঙ্গে শায়েখ মহিবুল্লাহ যুক্ত ছিলেন। পরে তিনি বিভিন্ন মাদরাসায় শিক্ষকতা শুরু করেন।

প্রশাসনের নজরদারির কারণে হুজি-বির কার্যক্রম স্তিমিত হয়ে পড়ায় মহিবুল্লাহ তৎকালীন হুজির সদস্যরা নতুন একটি প্ল্যাটফর্মে জিহাদি কার্যক্রম শুরু করার পরিকল্পনা করেন। সেই লক্ষ্যে হুজির আরেক নেতা মাইনুল ইসলাম ওরফে রক্সি তার সঙ্গে ২০১৭ সালে ভোলায় গিয়ে সাক্ষাত করেন।

এ সময় হুজির অন্য নেতারাও তাদের সঙ্গে যুক্ত হন। এরপর থেকেই মাইনুল ইসলাম রক্সি ও মহিবুল্লাহর মধ্যে নিয়মিত যোগাযোগ শুরু হয়। ২০২১ সালে রক্সি গ্রেফতারের পর হুজির আরেক সদস্য রাকিবের সঙ্গে মহিবুল্লাহর যোগাযোগ তৈরি হয়। এরইমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে জঙ্গি কার্যক্রম পরিচালনার কাজে তারা সদস্য সংগ্রহ ও দাওয়াতি কার্যক্রম চালাতে থাকেন।

এক প্রশ্নের জবাবে সিটিটিসি প্রধান বলেন, এই জঙ্গি সংগঠনের প্রধান ব্যক্তি শামীন মাহফুজ। তার নির্দেশে একটি কমিটি হয়। কমিটির প্রথম আমির ছিলেন রক্সি। রক্সি গ্রেপ্তারের পর আরেকজন আমির নিযুক্ত হন। শুরা কমিটির ছয়জন সদস্য ছিলেন। এর মধ্যে আনিসুল ইসলাম তমালকে নতুন আমির নিযুক্ত ও শায়েখ মহিবুল্লাহকে নায়েবে আমির নিযুক্ত করা হয়।

মূল ব্যক্তি শামীম মাহফুজের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। শামীন, তমাল ও রাকিব পলাতক। তাদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে। রক্সিকে গ্রেফতারের সময় দায়ের করা মামলায় এজাহারনামীয় আসামি ছিলেন র‍্যাবের হাতে গ্রেপ্তার রনবীর। তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার মাধ্যমে পলাতক শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য পাওয়ার চেষ্টা চলছে।

শামীন মাহফুজ সম্পর্কে সিটিটিসি প্রধান বলেন, ডিবি পুলিশের হাতে তিনি একবার গ্রেপ্তার হয়েছিলেন। শামীন মাহফুজ কুকি-চিন প্রধান নাথাম বমের ঘনিষ্ঠ বন্ধু। পাহাড়ি অঞ্চলে যাতায়াত ছিল শামীনের। নাথাম বমের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন তিনি। সপরিবারে তিনি নিখোঁজ রয়েছেন। তার স্ত্রী এই সংগঠনের জড়িয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

গ্রেপ্তার শায়েখ মহিবুল্লাহকে ডেমরা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ট্যাগ: জঙ্গিজঙ্গি গ্রেফতার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তুরস্কে দ্বিতীয় দফা ভূমিকম্পের পর উদ্ধার অভিযান

পরবর্তী

জঙ্গি সংগঠনের নেতা মুহিবুল্লাহ গ্রেপ্তার

পরবর্তী

জঙ্গি সংগঠনের নেতা মুহিবুল্লাহ গ্রেপ্তার

আগের মতোই আছেন হাথুরুসিংহে, বয়সটা শুধু বেড়েছে

সর্বশেষ

আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নে চট্টগ্রাম ও কুমিল্লায় সেনাপ্রধান

January 22, 2026

পাকিস্তানকে হারাতে পারল না বাংলাদেশ

January 22, 2026

শাকিবের শিডিউলে নেই রাফীর নাম!

January 22, 2026

আইসিসির সুবিচার পাইনি, ভারতে না যাওয়ার সিদ্ধান্ত সরকারের: আসিফ নজরুল

January 22, 2026

রাজধানীর মিরপুরে বিজিবি মোতায়েন

January 22, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version