রাজধানী ঢাকার দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা মেট্রোরেল নিয়ে চারিদিকে প্রশংসা! এবার এই পরিবহনটির সুফল নিয়ে আসন্ন ঈদে টেলিফিল্ম নির্মাণ করলেন দর্শকপ্রিয় নির্মাতা, অভিনেতা কচি খন্দকার!
চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে টেলিফিল্মটি দর্শক দেখতে পারবেন। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়, ঈদের চতুর্থ দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে কচি খন্দকার পরিচালিত টেলিফিল্ম ‘আই লাভ মেট্রোরেল’।
এটি রচনা ও পরিচালনায় কচি খন্দকার নিজেই। অভিনয়ও করেছেন তিনি। এছাড়াও টেলিছবিতে আরো দেখা যাবে রিফাত চৌধুরী, সাবেরী আলম, ললনা নুর, সোহেল খান, চাষী আলম, মুসাফির সৈয়দসহ অনেককে।
টেলিছবিটি নিয়ে কচি খন্দকার গণমাধ্যমে বলেন, আমার সব নির্মাণই সমসাময়িক ইস্যুকে বেজ করে। ক্যারম, কবি, খসরু-ময়না, বাইসাইকেল, জুতো আবিষ্কারসহ ধারাবাহিকগুলো দেখলেও এটা স্পষ্ট হবে। এসব কাজে আমি সময়কে ধরতে চেয়েছি। গত ঈদেও আমি একটি নাটক বানিয়েছিলাম, নাম ‘রুচির দুর্ভিক্ষ’। এবার চ্যানেল আইয়ের জন্য নির্মাণ করলাম ‘আই লাভ মেট্রোরেল’।
টেলিছবিটি নিয়ে নির্মাতা বলেন, ‘মেট্রোরেল আমাদের জীবনে এক সুবাতাস নিয়ে এসেছে। একটা প্রেমের গল্পের মধ্য দিয়ে আমি এটা দেখাতে চেয়েছি।’







