বঙ্গভবনে শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার প্রতিমন্ত্রীরা। তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
প্রতিমন্ত্রী হিসেবে নসরুল হামিদ, খালিদ মাহমুদ চৌধুরী, জুনাইদ আহমেদ পলক, জাহিদ ফারুক, বেগম সিমিন হোসেন (রিমি), কুজেন্দ্র লাল ত্রিপুরা, মহিবুর রহমান, মো. আলী আরাফাত, শফিকুর রহমান চৌধুরী, রুমানা আলী ও আহসানুল ইসলাম শপথ নেন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ বাক্য পাঠ করান।
এরআগে নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এই শপথের মধ্যে দিয়ে টানা চতুর্থ মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।
শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
এরআগে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এর আগে বঙ্গভবনে প্রবেশ করেছেন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।







