ঔপনিবেশিক ধ্যান-ধারণা থেকে বের হয়ে জনগণের সেবক হিসেবে কাজ করতে নবীন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি)৭৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স এর সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘তথ্য-প্রযুক্তির পরিবর্তনের সাথে তাল মিলিয়ে সবাইকে চলতে হবে। প্রযুক্তি ব্যবহারে দক্ষ হতে হবে।
নবীন কর্মকতারাই দু’হাজার ৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ার সৈনিক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের নতুন নতুন চিন্তাভাবনা থাকতে হবে।’
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক প্রেক্ষাপটে উৎপাদন বাড়ানোর পাশাপাশি সবাইকে সঞ্চয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।







