ঈদুল আজহাকে সামনে রেখে দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধি ঘটেছে। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার ৬ জুনথেকে নতুন এই দাম কার্যকর হবে উল্লেখ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।
আন্তর্জাতিক বাজারের প্রভাব ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। বাজুস ঘোষিত তালিকা অনুযায়ী, ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিভিন্ন ক্যারেটের স্বর্ণের দাম হচ্ছে—
- ২২ ক্যারেট: ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা
- ২১ ক্যারেট: ১ লাখ ৬৪ হাজার ৪৯৭ টাকা
- ১৮ ক্যারেট: ১ লাখ ৪০ হাজার ৯৯৪ টাকা
- সনাতন পদ্ধতি: ১ লাখ ১৬ হাজার ৬৪০ টাকা
সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস ২১ মে। সেসময় ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম ছিল ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা। অর্থাৎ মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ হাজার ৪১৫ টাকা বেড়েছে।
অন্যান্য গ্রেডের স্বর্ণেও একই ধারায় মূল্যবৃদ্ধি হয়েছে। ২১ ক্যারেটের দাম বেড়েছে ২ হাজার ২৯৭ টাকা, ১৮ ক্যারেটের ক্ষেত্রে ১ হাজার ৯৭১ টাকা, আর সনাতন পদ্ধতির স্বর্ণে দাম বেড়েছে ১ হাজার ৬৯১ টাকা।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়ে যাওয়া এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের সংকট দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস। তাছাড়া ঈদকে কেন্দ্র করে স্বর্ণালঙ্কারের চাহিদা বাড়ায় বাজারে চাপ তৈরি হয়েছে।









